৭ কলেজভর্তি তথ্য

ঢাবি অধিভুক্ত সাত কলেজের মেধাতালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি

ঢাবি অধিভুক্ত সাত কলেজের মেধাতালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ সালের স্নাতক প্রথম বর্ষের ভর্তি চূড়ান্ত মেধাতালিকা আজ আর প্রকাশিত হচ্ছে না। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা না পাওয়ায় এ সঙ্কট তৈরি হয়েছে বলে জানিয়েছে ভর্তি কমিটি।ভর্তি কমিটির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার দুপুরে বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তালিকা হাতে পাবো।

 

কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের তালিকা পাওয়ার পর তার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আসনের সমন্বয় করে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবো।সাত কলেজে ভর্তি তৃতীয় ধাপের মেধাতালিকা চলমান রয়েছে। এ ধাপে নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছিলেন তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা আজ মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে পরিশোধ করতে হয়েছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বাড়লেও এ সময়ের পর আর প্রথম কিস্তির টাকা পরিশোধের সুযোগ থাকবে না।

 

তিনি বলেন, আমাদের আগে নির্দেশনা দেয়া হয়েছিল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে। আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছিলাম। কিন্তু কোটার তালিকাটা হাতে না পাওয়ায় চূড়ান্ত তালিকা পিছিয়ে দিতে হচ্ছে। এটি পেছালেও তৃতীয় ধাপের মনোনয়নের টাকা জমা দেয়ার সময় বাড়বে না। এছাড়া ২৩ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরুর বিষয়টিও পরিবর্তন হচ্ছে না।এদিকে, আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ২১ হাজার ৯৮০ জন ভর্তিচ্ছু টাকা প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। তবে কোন ইউনিটে কতজন প্রার্থী টাকা জমা দিয়েছেন সে তথ্য বিস্তারিত জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

 

The merit list of the seven colleges affiliated with Dhobi will be released on February 14. The final merit list for the 2020-21 undergraduate first-year admission of seven government colleges in the capital affiliated with Dhaka University is not being published today. The admission committee said that the crisis has been created due to the lack of the final list of students seeking admission in Kota. The Convener of the Admission Committee Of the University’s Central Admission Committee Prof. Dr. Md. Mostafizur Rahman said on Tuesday afternoon that he will get the list of students enrolled in Kota on February 10.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply