ঢাকা টু বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী Dhaka To Benapole Express Train Schedule
ঢাকা টু বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী Dhaka To Benapole Express Train Schedule , BD Train samay suchi Ekota Express train location Bangladesh,
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের সময়সূচি (৫৩) টিটি অনুযায়ী নিম্নে দেয়া হলো;।
ঢাকা টু বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী Dhaka To Benapole Express Train Schedule
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ক্লাস ও পরীক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) সকালে এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের একশ’র অধিক শিক্ষার্থী। করোনার কারণে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় ইতোমধ্যে দুই সেমিস্টার জটে পড়েছেন তারা, জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, এ অবস্থা চলতে থাকলে জটিল সমস্যায় পড়বেন তারা। প্রাইমারি-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও এখনও কারিগারি শিক্ষার্থীদের ব্যাপারে কোন পদক্ষেপ নেননি এমন অভিযোগ করে তারা বলেন, দ্রুত ক্লাস শুরু ও পরীক্ষার ব্যবস্থা করা হোক।
তারা অটো পাস চান না বলে জানিয়ে বলেন পরীক্ষা শুরুর আগে তাদের দুই থেকে তিন মাস ক্লাস নেয়ার ব্যবস্থা করা হোক।
এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সকল সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করার জন্য ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সকল পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সেশন জট কোন ভাবেই মেনে না নেয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া তারা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। ৮ম পর্বের শিক্ষার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহন ও ফল প্রকাশ, ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের সংক্ষিপ্ত সিলেবাসে দ্রুত পরীক্ষা বাস্তবায়ন, এসএসসি ও এইচএসসি’র মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ এবং কারিগরি শিক্ষার মনোন্নয়নে দ্রুত যুগপোযোগী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।
মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান পলিকেটনিক শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক বরাবর ৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন।