শিক্ষা খবরশিক্ষা নিউজ

বাংলা রচনা: টেলিভিশন জেএসসি এসএসসি এইচএসসি ২০২৩ Bangla composition Television JSC SSC HSC

বাংলা রচনা: টেলিভিশন জেএসসি এসএসসি এইচএসসি ২০২৩ Bangla composition Television JSC SSC HSC 2023.

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

টেলিভিশন অনুচ্ছেদ

আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলাের মধ্যে অন্যতম হল টেলিভিশন । টেলিভিশন একই সাথে দৃষ্টি ও শ্রবণ বিষয়ক যন্ত্র। স্কটল্যান্ডীয় ইঞ্জিনিয়ার জন বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন। টেলিভিশন শব্দটি ইংরেজি থেকে এসেছে। গ্রিক শব্দ ‘টেলি’ অর্থ দূর , আর ল্যাটিন শব্দ ‘ভিশন’ অর্থ দর্শন। তাই টেলিভিশনকে বাংলায় কখনও দূরদর্শন যন্ত্র বলা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। গত শতাব্দীর ৫০ এর দশকে টেলিভিশন গনমাধ্যমের ভূমিকায় উঠে আসে। ডিসপ্লে বা প্রদর্শনীর উপর ভিত্তি করে টেলিভিশনকে সিআরটি (CRT), প্লাজমা (Plasma), এলসিডি (LCD), এলইডি (LED) ইত্যাদি ভাগে ভাগ করা যায়। সম্প্রচার থেকে প্রদর্শন পর্যন্ত টেলিভিশনের সম্পূর্ণ পদ্ধতিকে আবার তিনভাগে ভাগ করা যায় : এনালগ টিভি (সনাতন পদ্ধতি), ডিজিটাল টিভি (DTV) ও এইচডিটিভি (HDTV)।

 

বর্তমানে টেলিভিশন বিনােদনের সবচেয়ে সাধারণ এবং সুদূরপ্রসারী উৎসে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই টেলিভিশন সেট রয়েছে। এটি আমাদের দেশের জনগণের বিনােদনের সর্বোত্তম এবং সবচেয়ে জনপ্রিয় উৎস। টেলিভিশন প্রােগ্রাম শুধু বিনােদনমূলক নয়, শিক্ষামূলকও বটে। আজকাল টেলিভিশন দূরবর্তী শিক্ষাদানের কাজেও ব্যবহৃত হচ্ছে। স্যাটেলাইট প্রযুক্তির ডিসকভারি এবং ন্যাশনাল জিওগ্রাফির মতাে চ্যানেলগুলাে অনুসন্ধানী ও তথ্যমূলক অনুষ্ঠানসমূহ সম্প্রচার করে থাকে।

 

তবে টিভি দেখা অনেক শিশু-কিশােরের আসক্তিতে পরিণত হয়েছে। কিছু কিছু চ্যানেল আছে যেগুলাে এমন কিছু অনুষ্ঠানমালা সম্প্রচার করে, যা শিশুর মানসিক বিকাশের অন্তরায়। এ ছাড়া যুবকেরাও এর মারাত্মক শিকার। আজকাল পশ্চিমা টিভি চ্যানেলগুলাে বিস্তৃত এলাকা নিয়ে টিভি অনুষ্ঠান প্রচার করে। তাই তরুণ প্রজন্ম শিক্ষামূলক, তথ্যমূলক এবং নীতিমূলক অনুষ্ঠান পছন্দ করে না। তারা সন্ত্রাস ও অপরাধের ওপর উত্তেজনাকর টিভি চলচ্চিত্র উপভােগ করতে পছন্দ করে। এ থেকে তারা অনেক ক্ষতিকর জিনিস শিখছে, যা তাদের করা উচিত নয়।

 

তারা প্রায়ই প্রেমমুগ্ধ দৃশ্য টিভিতে দেখে এবং সেগুলাে বাস্তবে চর্চা করে আনন্দ পায়। ফলে তারা নৈতিকতা বিসর্জন দিয়ে বিপথগামী হয়ে পড়ে। তারা আরও শেখে কীভাবে অধিক নিরাপদ এবং সূক্ষ্ম উপায়ে অপরাধ সংঘটিত করতে হয়। তাই অভিভাবকদের সচেতন হওয়া উচিত যাতে তাদের ছেলেমেয়েরা টিভিতে খারাপ অনুষ্ঠানগুলাে দেখতে না পারে।

 

টেলিভিশন

বাংলা রচনা: টেলিভিশন জেএসসি এসএসসি এইচএসসি ২০২২ Bangla composition Television JSC SSC HSC
বাংলা রচনা: টেলিভিশন জেএসসি এসএসসি এইচএসসি ২০২৩ Bangla composition Television JSC SSC HSC 2022

[ সংকেত : ভূমিকা; টেলিভিশনের আবিষ্কার; টেলিভিশনের ব্যবহার; বাংলাদেশ টেলিভিশন; বেসরকারি টেলিভিশন চ্যানেল; আমাদের জীবনে টেলিভিশনের উপযােগিতা; টেলিভিশনের নেতিবাচকতা; উপসংহার। ]

ভূমিকা : গ্রিক শব্দ ‘টেলি’ ও লাতিন শব্দ ‘ভিশন থেকে টেলিভিশন শব্দটি এসেছে। টেলি শব্দটির অর্থ হলাে দূরত্ব আর ভিশন অর্থ দেখা। টেলিভিশন মানুষের খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর মাধ্যমে বিশ্বের যেকোনাে প্রান্তের যেকোনাে ঘটনা মুহূর্তেই আমাদের সামনে চলে আসে। বিনােদনের শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে টেলিভিশন এখন অগ্রগণ্য। বর্তমান পৃথিবীতে টেলিভিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

 

টেলিভিশনের আবিষ্কার : ইংল্যান্ডের বিজ্ঞানী জন বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন। তার আবিষ্কৃত টেলিভিশনকে আরও সংস্কার করে ব্রিটিশ ব্রডকাস্টিং ১৯৩৬ সালে ব্যবসায়িক ভিত্তিতে টেলিভিশনের প্রচার করে। টেলিভিশন নিয়ে এখনাে চলছে নানা গবেষণা। পূর্বের মতাে টেলিভিশন এখন আর চোখে পড়ে না। পূর্বে যে টেলিভিশন ওজনে ও আয়তনে বৃহৎ ছিল, এখন তা আর তেমন নেই। বিজ্ঞানের দ্রুত অগ্রগতির ফলে এখন এলসিডি, এলইডি, থ্রিডি ইত্যাদি প্রযুক্তির টেলিভিশন বাজারে দেখা যায়। এগুলাে প্রযুক্তিগতভাবে এত উন্নত যে, এতে ছবি দেখে জীবন্ত মনে হয়। তাছাড়া এগুলাে বিদ্যুৎ সাশ্রয়ী।

 

টেলিভিশনের ব্যবহার : পৃথিবীর প্রায় সব দেশেই টেলিভিশন ব্যবহার করা হয়। মূলত বিনােদনের মাধ্যম হিসেবে টেলিভিশন ব্যবহার করা হয়। আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে। বিনােদনের পাশাপাশি আমাদের দেশে টেলিভিশনে গণশিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবারপরিকল্পনার মতাে গুরুত্বপূর্ণ বিষয়গুলাে প্রচার করে থাকে।

 

বাংলাদেশ টেলিভিশন : ১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশন তার যাত্রা শুরু করে। তবে ১৯৮১ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। ১৯৮৪ সালে চট্টগ্রামের বেতবুনিয়ায় এবং তার পরে টাঙ্গাইলের তালিবাবাদে ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়। যার ফলে পৃথিবীর যেকোনাে প্রান্ত থেকে প্রেরিত দৃশ্য আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই।

 

বেসরকারি টেলিভিশন চ্যানেল : বর্তমানে বাংলাদেশে বেশ কিছু বেসরকারি টেলিভিশন চ্যানেল চালু আছে। যেমন : এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, বাংলাভিশন, একুশে টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, সময় টেলিভিশন, আরটিভি, মােহনা টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, চ্যানেল ২৪, দেশটিভি, একাত্তর (৭১) টিভি ইত্যাদি।

 

আমাদের জীবনে টেলিভিশনের উপযােগিতা : বর্তমানে মানুষের জীবনে টেলিভিশন বিনােদনের প্রধান মাধ্যম। মানুষ তার অবসর কাটায় টেলিভিশনের সামনে বসে। মনের ক্লান্তি দূর করে টেলিভিশন দেখে। একটি টেলিভিশন ঘরে থাকলে সারা দুনিয়ার ঘটনাকে হাতের মধ্যে পাওয়া যায়। যেকোনাে প্রাকৃতিক দুর্যোগে দেশের সমস্ত খবর আমরা টেলিভিশনের মাধ্যমে পেয়ে থাকি। জনকল্যাণ ও জনসচেতনতামূলক যেকোনাে অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমেই প্রচার করা হয়ে থাকে। শিক্ষাবিষয়ক অনুষ্ঠানগুলােও টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয়। টকশোগুলােতে বিভিন্ন মতামত প্রচারিত হয়।

 

টেলিভিশনের নেতিবাচকতা : টেলিভিশন যেমন আমাদের আনন্দ দান করে, তেমনি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। অধিক সময় টেলিভিশন দেখলে দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে। মাঝে মাঝে টেলিভিশনে ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য পরিপন্থি অনুষ্ঠান প্রচার করা হয়। এ অনুষ্ঠানগুলাে তরুণ মনে নেতিবাচক প্রভাব ফেলে।

 

উপসংহার : বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। বিজ্ঞানের যুগে সবাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। দুনিয়ার সব খবর এখন মানুষের মুঠোর মধ্যে। টেলিভিশন এ কাজকে আরও সহজ করে দিয়েছে। আমাদের প্রতিদিনের জীবনে টেলিভিশন হয়ে উঠেছে অপরিহার্য। তবে টেলিভিশনে অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে অবশ্যই কিছু নীতিমালা থাকা উচিত, যা আমাদের কিশাের-তরুণদের সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে।

 

Bangla Rachna Television JSC SSC HSC 2023

Television

[ signal: intro; the invention of television; use of television; Bangladesh Television; private television channels; Use of television in our lives; The negativity of television; Conclusion ]

Introduction: The word television is derived from the Greek word ‘tele’ and the Latin word ‘vision’. The word tele means distance and vision mean seeing. Television is a very important invention of man. Through this, any event from any part of the world comes in front of us instantly. Television is now the foremost medium of entertainment. The role of television is very important in today’s world.

 

The invention of Television: English scientist John Baird invented the first television in 1926. Further refining his invention of television, British Broadcasting introduced television on a commercial basis in 1936. Various research is still going on about television. Television is no longer visible as it used to be. Televisions that used to be large in weight and size are no longer so. As a result of the rapid progress of science, LCD, LED, 3D, etc. technologies are now seen in the television market. They are so technologically advanced that they look alive. Moreover, they are energy efficient.

 

Use of Television: Television is used in almost all countries of the world. Television is mainly used as a medium of entertainment. Television was launched in our country almost forty-eight years ago today. Apart from entertainment, important issues like mass education, eradication of illiteracy, and family planning are promoted on television in our country.

 

Bangladesh Television: Bangladesh Television started its journey in 1964. However, in 1981, Bangladesh Television started broadcasting color programs. Geo-satellite stations were established in 1984 at Betbunia in Chittagong and later at Talibanabad in Tangail. As a result, we can see the scene transmitted from any part of the world through television.

 

Private Television Channels: At present, there are several private television channels operating in Bangladesh. For example ATN Bangla, Channel I, NTV, Banglavision, Ekushey Television, Baisakhi Television, Time Television, RTV, Meghna Television, Machranga Television, Channel 24, DishTV, Seventy One (71) TV, etc.

 

The usefulness of television in our life: Currently, television is the main means of entertainment in people’s lives. People spend their leisure time sitting in front of the television. Watch television to relieve mental fatigue. With a television in the house, the world’s events are available at one’s fingertips. In case of any natural disaster, we get all the news of the country through television. Any program of public welfare and public awareness is broadcasted through television. Educational programs are also telecasted. Various opinions are aired on talk shows.

Negatives of Television: As much as television gives us pleasure, it also has some negative aspects. Watching television for too long can lead to vision loss. Sometimes programs related to religion, culture, and tradition are aired on television. These programs have a negative impact on young minds.

Conclusion: Science is a boon to us. In the age of science, everyone is keeping up with the times. All the news of the world is now in the hands of people. Television has made this task easier. Television has become essential in our daily life. But there must be some rules in telecasting, which will protect our teenagers from social degradation.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply