৭ কলেজক্যাম্পাস

সাত কলেজের ভর্তি পরীক্ষা হবে ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হবে।

ঢাবির প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে (শুক্রবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। এছাড়া প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ মে (শনিবার) ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অংশ নেয়া সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল সাত কলেজের নতুন সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর অধ্যক্ষদের সঙ্গে এটি তার প্রথম সভা ছিল। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকলেও তেমন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। সংক্ষিপ্ত আলোচনার পর আমাদের সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সভাটি শেষ হয়েছে।

সাত কলেজের ভর্তি পরীক্ষার বিষয়ে অধ্যাপক আশরাফ হোসেন বলেন, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। পরে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলে সাত কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কথা হয়। পরে এ বিষয়ে অধ্যক্ষদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাত কলেজের নতুন প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply