শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করার নির্দেশ

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, তা পর্যালোচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সচিব।

আরো পড়ুন- ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আন্তঃমন্ত্রণালয় সভা করে বিষয়টি পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মন্ত্রিপরিষদের সভায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে এরইমধ্যে বসতে বলা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট এক্সপার্ট সহ সবাইকে ডেকে নিয়ে বসে আলোচনা করতে বলা হয়েছে। কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কোন প্রক্রিয়ায় খোলা হবে তা নিয়ে আলোচনা করতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। যাতে নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম দুটোই নিশ্চিত করা যায়।

মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে চিন্তা ভাবনা করতেও বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলে দিতে পারি কিনা। তবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষক এবং কর্মচারীদেরকে আগে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রেসিডেনশিয়াল তাদের সুরক্ষা আগে কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়েও চিন্তা-ভাবনা করতে বলা হয়েছে।

আরো পড়ুন- স্কুল-কলেজ-মাদ্রাসা খোলার বিষয়ে যা জানলেন শিক্ষামন্ত্রী

আন্তঃমন্ত্রণালয় সভা কত দিন নাগাদ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এ সপ্তাহের শেষ নাগাদ না হলেও আগামী সপ্তাহের রবি অথবা সোমবার বসব। সেখানে আমরা একটা প্রস্তাবনা তৈরি করব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে মূলত পরিবেশ প্রিভিউ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এরপর থেকে বেশ কয়েক দফায় বেড়ে এসেছে ছুটি। সর্বশেষ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply