ভর্তি তথ্যসকল ভর্তি খবর

কৃষি গুচ্ছ পুনর্নিরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ

কৃষি গুচ্ছ পুনর্নিরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ ।দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষার নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রার ও ‍কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটি সদস্য-সচিব শেখ রেজাউল করিম স্বাক্ষরিত https://acas.edu.bd/ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলের নিরীক্ষার জন্য নির্ধারিত ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪২১ (চারশত একুশ) জন পরীক্ষার্থী আবেদন করেন। আবেদনসমূহ নিরীক্ষাপূর্বক ফলাফল https://acas.edu.bd/ প্রকাশের জন্য একটি নিরীক্ষা কমিটি গঠন করা হয়।

নিরীক্ষা কমিটি কর্তৃক প্রত্যেক পরীক্ষার্থীর (নিরীক্ষার জন্য আবেদিত) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর (সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে সরবরাহকৃত), স্ব-স্ব উত্তরপত্র (OMR sheet) এবং প্রকাশিত ফলাফল পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই তথা নিরীক্ষা করা হয়। নিরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

Read more পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ২৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল মতবিনিময় সভায় ইউজিসি সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর এ আহ্বান জানান।

আরো পড়ুন- বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পেছাতে পারে

সভায় আরও যুক্ত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের এবং সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। সভায় আরও বক্তব্য রাখেন প্রকৌশল গুচ্ছের আহ্বায়ক এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, কৃষি গুচ্ছের আহ্বায়কও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।

সভায় শিক্ষার্থীদের স্বার্থ সমুন্নত রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত যুক্তিসংগত বিষয়গুলো আমলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট গুচ্ছের কমিটিকে তিনি এই আহ্বান জানান।

সভায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরে ভর্তি পরীক্ষা আয়োজন এবং সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান ইউজিসি সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘এটি করা না গেলে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী ছাড়া কেউ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

আরো পড়ুন- পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, গুচ্ছভর্তি পরীক্ষার প্রস্তুতি
ভালোভাবেই চলছে। ইতোমধ্যে ৯টি কমিটিও গঠন করা
হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু এবং সবোর্চ্চ সংখ্যক
শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়ার ক্ষেত্রে
আমাদের আন্তরিকতার কমতি নেই।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক দিল আফরোজা বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মূল চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু ও প্রশ্নাতীতভাবে স্বচ্ছভাবে ভর্তি পরীক্ষা নেওয়া। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার জন্য গুচ্ছের মূল দায়িত্বে থাকা উপাচার্যদের আহ্বান জানাই। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসি সহযোগিতা দেবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply