এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় সরকার
স্কুল খোলার সব প্রস্তুতি নিয়ে রাখছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্রমণ কমলে প্রথমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্কুল খোলা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার। শিক্ষকদের টিকা দেয়ার কাজ প্রায় শেষ বলেও দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী জানান, করোনা সংক্রমণের হার কমলে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারে। তবে, সেক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেয়া হচ্ছে। এরিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে কিভাবে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে কাজ করছে শিক্ষা বিভাগ।
তিনি আরো বলেন, বেশিরভাগর শিক্ষককেই করোনার টিকা দেয়া হয়েছে বলে দাবি করছে মন্ত্রণারয়। শিক্ষার্থীদেরও টিকা দেয়ার চেষ্টা চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক লতিফুর বারী জানান, নিরাপদ দূরত্বসহ স্বাস্থ্যবিধি মানতে পারলে করোনার সংক্রমণ কমবে। সে ক্ষেত্রে খুলে দেয়া যেতে পারে স্কুল।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান । ২৩ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থাকলেও তা সম্ভব হয়নি। এখন ছুটি বাড়ানো হয়েছে ২৯ মে পর্যন্ত।
স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খোলার প্রস্তুতি নিতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।