২০২৪ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাউশির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা এবং জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণ চলাকালীন পরীক্ষার একটি খসড়া রুটিন তৈরি করা হবে। পরবর্তীতে তা শিক্ষা পাঠানো হবে মন্ত্রণালয়ে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
তিনি আরও জানান, এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে। তবে এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে।
সংক্ষিপ্ত সিলেবাস শেষ করেই ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ বছরের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আসছে বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে সব বিষয়েই অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সিলেবাস শেষ করে এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া হবে।