জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

অনলাইন শিক্ষা নিশ্চিতে শিক্ষার্থীদের জন্য সব করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অনলাইন শিক্ষা নিশ্চিতে শিক্ষার্থীদের জন্য সব করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সঙ্গে ঝুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. হারুন-অর-রশিদ। বৈঠকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা উপাচার্যের সামনে তুলে ধরেন।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

উপাচার্য শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছেন, যারা হাওর-বাওর থেকে শুরু করে পাহাড়ি এলাকায় বসবাস করেন। সবার সমার্থ্য এক রকম নয়। আমরা সবার দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবো, যাতে সবাইকে আমরা একটি হাই কানেকটিভিটির আওতায় নিয়ে আসতে পারি।’

অনলাইন শিক্ষা নিশ্চিতে শিক্ষার্থীদের জন্য সব করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পড়াশুনায় মনোযোগী হওয়ার আহ্বাব জানিয়ে উপাচার্য বলেন, ‘তোমরা এখন অনার্স-মাস্টার্স লেভেলের শিক্ষার্থী। তোমাদেরকে নিজ উদ্যোগে লেখাপড়া করতে হবে। অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্বে তোমরা পিছিয়ে পড়বে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এগিয়ে যেতে হবে। নানা মাধ্যমে, নানাভাবে, নানাপথে সমস্যার সমাধান করতে হবে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা যেন আধুনিক জ্ঞান অর্জন করে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচর্য আরও বলেন, ‘আধুনিক পৃথিবীতে চারদিকে নানা সুযোগ-সুবিধা রয়েছে। এসব সুযোগকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে জ্ঞানের কোনও বিকল্প নেই। জ্ঞান অর্জনে ফাঁকি দিলে নিজেই সেই ফাঁকিতে পড়বে। আমরা তোমাদের জ্ঞাননির্ভর, মানসম্পন্ন গ্রাজুয়েটে তৈরি করতে চাই। তোমাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে আমাদের কেনও কার্পণ্য থাকবে না।’

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মনিরুজ্জামান, মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম, আইসিটি দফতরের পরিচালক মো. মুমিনুল ইসলাম প্রমুখ যুক্ত ছিলেন।

ইবিডি/ বাংলাট্রিবিউন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply