পরীক্ষা খবরবিসিএস

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের চূড়ান্ত তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবিশ্যক ও পদ-সংশ্লিষ্ট বিষয়)  ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটকের বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এসব তথ্য জানিয়েছে।

 

৪৬তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০২৩ সালের ৩০ ডিসেম্বর ৪৬তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের আবশ্যিক বিষয় সমূহের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী পিএসসি’র ওয়েবসাইটে যথা সময়ে জানানো হবে।

এর আগে গত ১ আগস্ট ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। প্রকাশিত ফল অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ জন।প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদের সরকারি কর্ম কমিশনে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে রবিবার (১ আগষ্ট) দুপুরে উক্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ২১ হাজার ৫৬ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

আরো পড়ুন- বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে নভেম্বরে

জানা গেছে, ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে ২০২৪ অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, অনলাইনে ৪৬ তম BCS পরীক্ষার ফলাফল পেতে ভিজিট করতে হবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে http://bpsc.gov.bd/ এবং এসএমএস এর মাধ্যমে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪৬লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএসে উত্তীর্ণ প্রার্থীরা সাময়িকভাবে যােগ্য কোনাে প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যােগ্যতা না থাকলে, কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস/সনদ/প্রত্যয়ন উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে, কোনাে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়ােজনীয় তথ্য গােপন করলে বা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বা বয়স ও শিক্ষাগত যােগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনাে অংশ টেম্পারিং (tampering) বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর (substantive) কোনাে ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনাে পর্যায়ে বিজ্ঞাপনের শর্তানুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

আরো পড়ুন- বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি কর্মকর্তা নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়া পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেয়া হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply