বিসিএসরেজাল্ট

৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। লিখিত পরীক্ষায় মোট ১৩ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে প্রায় এক বছর পর ফল প্রকাশ করেছে পিএসসি।

২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরাই লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ১৩ হাজার জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৪১তম বিসিএসের ফল BCS Result Link প্রকাশ, ক্যাডার ২৫২০

৪১তম বিসিএস প্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহে এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএসের প্রায় ১৫ হাজার খাতায় নম্বর গণনা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। এই খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের কাজ করা হয়েছে। খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষদিকে ফল প্রকাশ করা হবে।

আরো পড়ুন কমিশনের ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশিত প্রকাশিত হয়েছে। আজ (রোববার) দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে উক্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ২১ হাজার ৫৬ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ‌‘আজ ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।’

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে

অনলাইনে ৪১ তম BCS পরীক্ষার ফলাফল পেতে ভিজিট করতে হবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে http://bpsc.gov.bd/। তারপর ৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফল সম্পর্কিত নোটিশ পিডিএফ আকারে দেখতে পাবেন। এসএমএস এর মাধ্যমে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

৪১ তম বিসিএসের ফলাফল দেখতে ক্লিক করুন

জানা গেছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রকাশিত ফলাফলে যে ২১ হাজার ৫৬ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের আগামী নভেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আজ (রোববার) দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। সেখানেই লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১৯ মার্চ সকাল ১০টায় ‘৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯’ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় মোট ৪ লাখ ৪ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৪১তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply