ক্যারিয়ারচাকরির বিজ্ঞপ্তি

ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ

বাংলাদেশ পুলিশ বাহিনীর ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট http://police.teletalik.com.bd-এ এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশ বাহিনীর ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ (এসআই) পদে নিয়োগের সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে এখানে আপনাদের সামনে আলোচনা করা হবে। Bangladesh Police sub inspector SI Job Circular 2021

সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে নিয়ােগের লক্ষ্য উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য প্রযােজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি ও পরীক্ষার সময়সূচি নিম্নে উল্লেখ করা হলাে।

সাব ইন্সপেক্টর অব পুলিশ এসআই পদে আবেদনের যােগ্যতা

• বয়সসীমাঃ ১৯ হতে ২৭ বছর
বয়সসীমা নির্ধারণের তারিখঃ যে সকল প্রার্থীর বয়স ৮ অক্টোবর ২০২১ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছে, তারাও আবেদনের যােগ্য বলে বিবেচিত হবে। এক্ষেত্রে এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ্য, বীর মুক্তিযােদ্ধা বা শহিদ মুক্তিযােদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে সরকারের বিদ্যমান নিয়ম অনুসৃত হবে।

• শিক্ষাগত যােগ্যতা: অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।

• জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক (পুরুষ ও নারী) হতে হবে।

• বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযােগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তাকে অবিবাহিত থাকতে হবে।

প্রার্থীর শারীরিক মাপ:

• উচ্চতা নারী প্রার্থী: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি
• উচ্চতা পুরুষ প্রার্থী: কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি
• বুকের মাপ পুরুষ প্রার্থী: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
• ওজন: বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমােদিত পরিমাপের হতে হবে
• দৃষ্টিশক্তি: ৬/৬

এসআই পদে অনলাইনে আবেদনের সময়সীমা: ৮ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ৪ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৫.০০ ঘটিক পর্যন্ত বহাল থাকবে;

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন দাখিলের নিয়মাবলি

প্রথম ধাপ:

• http://police.teletalik.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদনফরম পূরণ করতে হবে। উক্ত লিংকে আবেদনফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দোশিকা দেয়া থাকবে। এ ছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়ােজনীয় সহায়তা নেয়া যাবে;

• আবেদনফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যােগ্য প্রার্থী তার ব্যবহৃত মােবাইল নম্বরে একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদনফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যে কোনাে টেলিটক প্রিপেইড মােবাইল নম্বর হতে ৩০/- (ত্রিশ) টাকা (অফেরতযােগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;

• অনলাইন আবেদনফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলােড করতে হবে।

• অনলাইন আবেদনফরমে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে; এবং

• প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনফরমের একটি রঙিন/সাদাকালাে প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৩০/- (ত্রিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনাে টেলিটক প্রিপেইড মােবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

প্রথম এসএমএস (SMS): SIP<space>USER ID লিখে 16222 নম্বরে Send করতে হবে; Example: SIP ABCDEF

Reply: “Applicant’s Name”, TK 30/- will be charged as service charge for PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is XXXXXXXXXX (10 digits). To pay tee, type SIP<space>YES<space>PIN NUMBER & Send to 16222.

দ্বিতীয় এসএমএস (SMS): SIP<space>YES<space>PIN NUMBER লিখে 16222 নম্বরব Send করতে হবে। Example: SIP YES 1234567890

Reply: Congrats! “Applicant’s Name”, payment completed successfully for the application of PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination. USER ID is (ABCDEF) and PASSWORD is (XXXXXXXXXX).

হেল্পলাইন: যে কোনাে টেলিটক প্রিপেইড মােবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;

USER ID জানা থাকলে SIP<space>HELP<space>USER<space>USER ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
Example: SIP HELP USER ABCDEF

PIN NUMBER জানা থাকলে SIP<space>HELP<space>PIN<space>PIN NUMBER লিখে 16222 নম্বরে Send করতে হবে।
Example: SIP HELP PIN 1234567890

অনলাইনে আবেদনফরম পূরণের ক্ষেত্রে যে কোনাে টেলিটক মােবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮ অতঃপর ১ এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়ােজনে অন্য যে কোনাে অপারেটরের মােবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযােগিতা নেয়া যাবে।

সাব ইন্সপেক্টর অব পুলিশ (এসআই) পদে ওয়েববেজত প্রিলিমিনারি স্ক্রিনিং

• অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়ােগবিধি মােতাবেক ওয়েববেজড প্রিলিমিনারি ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে; এবং

• অনলাইনে আবেদনের পর ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং সম্পন্ন করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাইকৃত প্রার্থীদের মােবাইল নম্বরে এসএমএস (SMS) এর মাধ্যমে অবহিত করা হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ

• ওয়েববেজত প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USERID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলােড করে দুই কপি প্রিষ্ট করতে হবে; এবং

• শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই এ প্রবেশপত্রের দুই কপি সঙ্গে আনতে হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রার্থীদের নিজ রােঞ্জাধীন নিম্নাক্ত পরীক্ষাকেন্দ্রের মাঠে উপস্থিত থাকতে হবে-

• ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (৭টি ইডেন্ট, যথা- দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রােপ ক্লাইমিং)-এ অংশগ্রহণ করতে হবে।

• YouTube-এ Bangladesh Police এর Official Channel, Bangladesh Police এর Verified Facebook Page এবং Bangladesh Police Website (www.police.gov.bd)-এ Physical Endurance Test সংক্রান্ত একটি “অনুশীলন ভিডিও আপলােড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ তিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

• ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে বাহাইকৃত যােগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ রেঞ্জাধীন বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষাকেন্দ্রের মাঠে নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে-

• Admit Card for Physical Endurance Test: অনলাইন আবেদনের ডাউনলোডকৃত Admit Card for Physical Endurance Test-এর ২ কপি;

• শিক্ষাগত যােগ্যতার সনদপত্র: শিক্ষাগত যােগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;

• চারিত্রিক সনদপত্র: সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;

• নাগরিকত্ব সনদপত্র: জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযােজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি;

• অভিভাবকের সম্মতিপত্র: পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র;

• জাতীয় পরিচয়পত্র: প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);

• ছবি: সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি;

• বীর মুক্তিযােদ্ধা শহিদ মুক্তিযােদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক: মুক্তিযােদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপিমুক্তিযােদ্ধার

• নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপিমুক্তিযােদ্ধার নামে জারীকৃত গেজেটের মূল কপি;

• বীর মুক্তিযােদ্ধাশহিদ মুক্তিযােদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রত্যয়নপত্র: প্রার্থী বীর মুক্তিযােদ্ধাশহিদ মুক্তিযােদ্ধার সন্তান হলে তিনি যে বীর মুক্তিযােদ্ধাশহিদ

• মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযােজ্য) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি;

• চাকরিজীবী প্রার্থী হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশি্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র; এবং

• কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্র: MS Office, Web Browsing এবং Troubleshooting-এর উপর ন্যূনতম ৩ (তিন) সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি;

লিখিত ও মনস্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি

• শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test এর ৭টি ইতেন্টে উত্তীর্ণ প্রার্থীদের সকল প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, কম্পিউটার সা্টিফিকেট, প্রযােজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ও মুক্তিযােদ্ধা সনদসহ অন্যান্য তথ্যাদি ব্যবহার করে লিখিত ও মনস্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে;

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা: ১৭ ডিসেম্বর ২০২১ সকাল ১০,০০ ঘটিকা হতে ২১ ডিসেম্বর ২০২১ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;

প্রথম ধাপ

• http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদনফরম পূরণ করতে হবে;

• বর্ণিত আবেদনফরম পুরণের ৭২ ঘণ্টার ম্যে যে কোনাে টেলিটক প্রিপেইড মােবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা (অফেরতযােগ্য) জমা দিতে হবে;

• অনলাইন আবেদনফরমে পুরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে; এবং

• প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনফরমের একটি রঙিন/সাদাকালাে প্রিন্ট কঁপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

দ্বিতীয় ধাপ:

•প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনাে টেলিটক প্রিপেইড মােবাইল নম্বর হতে

দুইটি এসএমএস (SMS) করতে হবে;

প্রথম এসএমএস (SMS): SIP<space>USER ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। ; Example: SIP LMNOPQ

Reply: “Applicant’s Name”, TK 350/- will be charged as application te with charge for Cadet Sub-Inspector (Unarmed) Recruitment
Application. Your PIN NUMBER is XXXXXXXXXX (10 digits). To pay fee, type SIP<space>YES<space>PIN NUMBER & Send to 16222.

দ্বিতীয় এসএমএস (SMS): SIP<space>YES<space>PIN NUMBER লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: SIP YES 2345678901

Reply: Congrats! “Applicant’s Name”, payment completed successfully for the application of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment
Examination. USER ID is (LMNOPQ) and PASSWORD is (XXXXXXXXXX).

• পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উক্ত মনস্তত্ত্বসহ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমন্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।

লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ

• শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test এর ৭ ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসে (SMS)-প্রেরিত USER ID
এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি সংবলিত Admit Card for Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination, 2021 ডাউনলোডকরত এক কপি প্রিন্ট করতে হবে ;

• লিখিত ও মনস্ত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই এ প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

পুলিশ (এসআই) পদে লিখিত ও মনস্তত্ব পরীক্ষা

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে নিয়নােক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী ৩টি বিষয়ে মােট ২৫০ নম্বরের লিখিত ও মনস্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে-

পরীক্ষার বিষয়: ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পােজিশন
পূর্ণমান: ১০০ নম্বর
পরীক্ষার তারিখ: ২৭ ডিসেম্বর ২০২১
পরীক্ষার সময়: সকাল ১০.০০ টা হতে ১৩.০০ টা পর্যন্ত

পরীক্ষার বিষয়: সাধারণ জ্ঞান ও গণিত
পূর্ণমান: ১০০ নম্বর
পরীক্ষার তারিখ: ২৮ ডিসেম্বর ২০২১
পরীক্ষার সময়: সকাল ১০.০০ টা হতে ১৩.০০ টা পর্যন্ত

পরীক্ষার বিষয়: মনস্তত্ব
পূর্ণমান: ৫০ নম্বর
পরীক্ষার তারিখ: ২৯ ডিসেম্বর ২০২১
পরীক্ষার সময়: সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত
কম্পিউটার দক্ষতা পরীক্ষা

লিখিত ও মনস্তত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রা্থীদের নির্ধারিত স্থান, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষা (MS Ofice, Web Browsing and Troubleshooting)-এ অংশগ্রহণ করতে হবে।

এসএই পদে বুদ্ধিমন্তা ও মৌখিক পরীক্ষা

লিখিত ও মনস্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত স্থান, তারিখ ও সময়সূচি অনুযায়ী ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের USER ID এবনফ PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে; এবং লিখিত ও মনস্তত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত ন্বরের ভিত্তিতে নিয়ােগবিধি মােতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ স্বাস্থ্য পরীক্ষা

লিখিত ও মনস্তত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্ত্রে উদ্ভীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত চিকিৎসার ইতিবৃত্ত ফরম সংগ্রহ করতে হবে।

ক্যাডেট সাব ইন্সপেক্টর (এসআই) পুলিশ ভেরিফিকেশন

লিখিত ও মনস্তত্বসহ বুদ্ধিমত্তা ও মৌথিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের সময় পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে হবে। উত্তীর্ণ প্রার্থীদের USER ID এবনফ PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত পুলিশ ভেরিফিকেশন ফরম সংগ্রহ করতে হবে; এবং পুলিশ ভেরিফিকেশনে কোনাে প্রার্থী সঙ্তোষজনক বিবেচিত হলেই কেবল প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনােনীত করা হবে।

ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

এসআই পদে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মানােনয়ন

সিলেকশন বাের্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য ঘােষণা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্নের পর সন্তোষজনক বিবেচনাস্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চুড়ান্তভাবে মনােনীত করা হবে। এ ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ফরমে প্রার্থী কোনাে তথ্য গােপন করলে বা অসম্পূর্ণ, ভুল কিংবা মিথ্যা তথ্য প্রদান করলে তাকে প্রশিক্ষণের জন্য চূড়ান্ততাবে মনােনীত করা হবে না।

মৌলিক প্রশিক্ষণ

ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

প্রশিক্ষণকালীন সুযােগ-সুবিধাদি

প্রশিক্ষণকালীন বিনামূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ ছাড়া প্রশিক্ষণার্থীরা সরকারি বিধি মােতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে,

ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ ১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় উপস্থিত না হলে প্রার্থী চাকরিতে যােগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে পরবর্তীকালে তার উত্ত প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোনাে সুযােগ থাকবে না; এবং

প্রশিক্ষণকালীন অথবা পরবর্তীকালে প্রার্থী প্রদত্ত যে কোনাে তথ্য গােপন বা অসম্পূর্ণ কিংবা ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তাকে প্রশিক্ষণ/চাকরি হতে বরখাস্তকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়ােগ ও চাকরির সুবিধাদি

সফলতার সাথে ১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর ২০১৫ সনের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড : ১৬০০০-৩৮৬৪০/- টাকাসহ প্রাপ্য অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ সাব-ইন্সপেষ্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়ােগ প্রদান করা হবে;

নিয়ােগপ্রাপ্ত প্রার্থীদের যে কোনাে জেলাইউনিটের শূন্যপদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলাইউনিটে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র-এর শূন্যপদে যােগদান করতে বাধ্য থাকবে;

শিক্ষানবিশ সাব-ইন্সপেষ্টর অব পুলিশ (নিরন্ত্র) পদে নিয়ােগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে;

বিনামূল্যে পােশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে; এবং

প্রচলিত নিয়মানুষায়ী উচ্চতর পদে পদোান্নতিসহ জাতিসংঘ শাস্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সুযােগ রয়েছে।

সাব ইন্সপেক্টর অব পুলিশ (এসআই) পদে আবেদনের  সাধারণ নির্দেশনাবলি

• কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ােগযােগ্য পদ সংখ্যা হ্রস/বৃদ্ধিকরণসহ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন;

• কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনাে প্রার্থীর নিয়ােগআবেদনফরম বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;

• শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য বিষয়ে কোনাে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনাে বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্তকরণসহ প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

• প্রযােজ্য ক্ষেত্রে বীর মুক্তিযােদ্ধাশহিদ মুক্তিযােদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে দাখিলকৃত কাগজপত্র যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে তাদেরকে প্রশিক্ষণ হতে অব্যাহতিচাকরিচ্যুত/চাকরি হতে বরখস্তকরণসহ প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বীর মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার সন্তানদের প্রমাণক হিসেবে দাখিলকৃত দলিলাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল/ভুয়া প্রমাণিত হলে তা পুনঃযাচাইয়ের কোনাে সুযােগ নেই;

• ক্রটিপূর্ণ;অসম্পূর্ণ;বিলম্বে প্রাপ্ত/ভুল কিংবা মিথ্য তথ্য সংবলিত আবেদনফরম বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত নিয়ােগকৃত/প্রশিক্ষণরত চাকরিরত অর্থাৎ যে কোনাে পর্যায়ে কোনাে প্রার্খী কর্তৃক দাখিলকৃত মিথ্যা/ভুলক্রুটিপূর্ণবিলম্বে প্রাপ্ত তথ্যে প্রার্থীর কোনাে প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়ােগের অযােগ্যবহিষ্কার/চাকরিচুত্য/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

• চাকরিতে প্রবেশকালীন প্রার্থী কর্তৃক দাখিলকৃত কাগজপত্র (বিভিন্ন সনদা প্রত্যয়নপত্র) ব্যতিরােকে নিয়ােগ কার্যক্রম সম্পন্নের পরে ইসযুকৃত বা নুতনভাবে অন্য কোনাে কাগজপত্রের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পরবর্তীকালে নিয়ােগ প্রদানের কোনাে সুযােগ নেই;

• কোনাে প্রার্থী বাংলাদেশ পুলিশাঅন্য কোনাে শৃঙ্খলা বাহিনী/কোনাে সরকারি চাকরি হতে বহিত্কৃত চাকরিচযুত/বরখাস্ত হয়ে থাকলে প্রার্থী বর্ণিত পদে আবেদনের অযােগ্য বলে বিবেচিত হবে;

• অনলাইন আবেদনফরমে উল্লিখিত প্রার্থীর মােবাইল নম্বরে নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর মােবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে; এবং প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার ভাতা প্রদান করা হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply