অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত এবং বিশেষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত এবং বিশেষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক (করােগেটেড বাের্ড/বক্স) মালামাল নিম্নোক্ত তারিখ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ করা হবে।
আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ
বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষ বা তাঁর প্রাধিকারপত্রসহ প্রতিনিধি (সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির একাধিক সদস্য) প্রেরণ পূর্বক নির্দিষ্ট তারিখে পরীক্ষার উত্তরপত্র গাজীপুর ক্যাম্পাস ও স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্র হতে গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩
জেলাভিত্তিক অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম
• বিভাগ/জেলার নাম: খুলনা বিভাগ ও গােপালগঞ্জ জেলা।
আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বাড়ী-২৭৭, রােড-০১, কে ডিএ সােনাডাঙ্গা আ/এ ২য় ফেজ, খুলনা-৯১০০ ফোনঃ ০৪১-৭৩১৬৭৩
বিতরণের তারিখ: ০৮/০৬/২০২৩।
• বিভাগ/জেলার নাম: বরিশাল বিভাগ ও মাদারীপুর, শরিয়তপুর জেলা।
আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বাড়ী ১০০০, ওয়ার্ড- ২, মেডিকেল কলেজ লেন দক্ষিণ আলেকান্দা, বরিশাল-৮২০০ ফোনঃ ০৪৩১-৬১১৬৮
বিতরণের তারিখ: ০৮/০৬/২০২৩
• বিভাগ/জেলার নাম: চট্টগ্রাম বিভাগ
আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বাড়ী নং ৬৬/ডি, রােড নং ০১ (জামে মসজিদ সংলগ্ন) দক্ষিণ খুলশি, চট্টগ্রাম ফোনঃ ০৩১-২৮৫৫৮২৮
বিতরণের তারিখ: ০৮/০৬/২০২৩
• বিভাগ/জেলার নাম: রংপুর বিভাগ
আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বাড়ী- ৩৯০, জি এল রায় রােড, কামাল কাছনা, রংপুর-৫৪০০ ফোনঃ ০৫২১-৫৬০১৫
বিতরণের তারিখ: ১১/০৬/২০২৩
• বিভাগ/জেলার নাম: সিলেট বিভাগ
আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: আহাদ ভিলা, পাঠানটোলা পয়েন্ট, সিলেট-৩১০০ ফোনঃ ০৮২১-৭২৯১০২
বিতরণের তারিখ: ১১/০৬/২০২৩
• বিভাগ/জেলার নাম: রাজশাহী বিভাগ
আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বাড়ী- ৩৫৪, বালিয়া পুকুর বড় বটতলা, ঘােড়ামারা- রাজশাহী ফোনঃ ০৭২১-৭৬২১৪১
বিতরণের তারিখ: ১১/০৬/২০২৩
• বিভাগ/জেলার নাম: ঢাকা বিভাগ, ঢাকা মহানগর, ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা, বি-বাড়ীয়া ও চাদপুর জেলা
আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর-১৭০৪, ফোন ঃ ০২-৯২৯২০৬৭
বিতরণের তারিখ: ১২/০৬/২০২৩
Notification regarding distribution of white answer sheets and examination materials of regular and special examinations of Honors 4th year of National University 2023 has been published. This information has been given in a notification of the National University.