শিক্ষা নিউজ

টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম

টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম নিম্নে দেয়া হয়েছে।

টিন সার্টিফিকেট যেভাবে বাতিল করবেনঃ-
আমাদের আয়ের সক্ষমতা সমান থাকে না। কখনও কমে বা কখনও বাড়ে, স্থায়ী ভাবে আয় কমে গেলে কিভাবে বাতিল করবেন টিন সার্টিফিকেট?

টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদনকারীকে কমপক্ষে তিন বছরের শূন্য রিটার্ন দেখাতে হয়। কারো যদি কর দেওয়ার মত আয় না থেকে থাকে তাহলে তাকে প্রথমে টানা তিন বছর শূন্য আয়কর রিটার্ন জমা দিতে হবে।

তৃতীয় বছরের শূন্য রিটার্ন জমা দেওয়ার সময় আবেদনকারীকে তার নির্দিষ্ট কর সার্কেলের অফিসে উপস্থিত হয়ে উপকর কমিশনারের নিকট একটি দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তটিতে আয়কর ফাইলটি নথিস্থ করার আবেদন করতে হবে।
দরখাস্ততে সঠিকভাবে কারণ ব্যাখ্যা করা থাকলে ও অন্য সবকিছু ঠিক থাকলে আবেদনরীর আয়কর ফাইলটি নথিস্থ করা হবে এবং টিন সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে।

টিন সার্টিফিকেট বাতিল করার জন্য টিন সার্টিফিকেটের একটি প্রিন্ট কপি, ১২ অঙ্কের টিন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র লাগবে।

প্রশ্ন: টিন সার্টিফিকেট কি বাতিল করা যায়?
উত্তর: হ্যাঁ যায়, উপকর কমিশনার বরবার আবেদন করতে হবে।

প্রশ্ন: টিআইএন থাকলেই কি রিটার্ণ দাখিল করতে হবে?*
উত্তর: না।

সূত্র: এনবিআর এর ওয়েব সাইট <http://nbr.gov.bd/faq/income-tax-faq/ban>
মোট কথা আপনি অনলাইনে সহজেই টিআইএন সার্টিফিকেট তৈরি করে ব্যবহার করতে পারেন, কিন্তু চাইলেই অনলাইনে ঘরে বসে বাতিল করতে পারবেন না। আপনাকে যথাযথ নিয়ম মেনেই টিন বাতিল করতে হবে। কেউ কেউ এটিকে নথিজাতকরণও বলে থাকেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply