সাধারন এবং অন্যান্য

মোবাইল ফোন হ্যাং করলে যা করবেন

মোবাইল ফোন হ্যাং করলে যা করবেন। ব্যবহার করতে গিয়ে অনেক সময় মোবাইল হ্যাং হয়ে যায়। তখন অ্যাপস খুলতে দীর্ঘ সময় লাগে। ইন্টারনেট চালানোও কঠিন হয়ে দাঁড়ায়। তবে আপনি যদি কয়েকটি সহজ বিষয়ের দিকে নজর রাখেন তাহলে সাধের মোবাইলটি হ্যাং হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হবে না।

মোবাইল ফোন হ্যাং করলে যা করবেন ?

>ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো বন্ধ করে দিন

ব়্যাম মেমোরি কম হলেই সাধারণত মোবাইল হ্যাং করে। তাই ফোন কেনার আগে দেখে নিন ব়্যাম বেশি কি না। আর যদি আপনার বর্তমান মোবাইলটির ব়্যাম কম হয়, তাহলে ভারি এইচডি ভিডিও কিংবা গেম ডাউনলোড না করাই বুদ্ধিমানের কাজ।

>টাস্ক ম্যানেজারে গিয়ে চলতি অ্যাপসগুলো বন্ধ করে দিন

আপনার অজান্তেই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে একাধিক অ্যাপস। যাতে মোবাইল হ্যাং হওয়ার সম্ভাবনা বাড়ে। টাস্ক ম্যানেজারে গিয়ে চলতি অ্যাপসগুলো বন্ধ করে দিন। থ্রিডি ওয়ালপেপার দারুণ ভালোবাসেন? স্ক্রিনে আলো জ্বললেই জীবন্ত হয়ে ওঠে ওয়ালপেপারটি? এই ধরনের ওয়ালপেপার মোবাইল থেকে ঝটপট সরিয়ে ফেলুন। এক্ষেত্রে স্টোরেজও যেমন বেশি নেয়, তেমনই ব্যাটারিও দ্রুত কমে যায়।

>ক্যাশ পরিস্কার করুন

ফোন মেমোরি অতিরিক্ত ব্যবহার করলেই মোবাইল হ্যাং হয়। তাই এক্সটারন্যাল স্টোরেজ অপশন থাকলে সেটি ব্যবহার করুন। মাঝে মধ্যে সেটিংস থেকে ইন্টারনেট মেমোরির ক্যাশ পরিস্কার করুন।

>অপ্রয়োজনীয় ডাটা ডিলিট করুন

কাজের কারণে আপনাকে যদি বার বার অনেক কিছু ডাউনলোড করতে হয়, তাহলে অবশ্যই দিনের শেষে নিজের ফোন থেকে অপ্রয়োজনীয় তথ্য বা ডাটা ডিলিট করে দেবেন।

What to do if mobile phone hangs. Many times the mobile hangs when used. Then it takes a long time to open the apps. It also becomes difficult to run the internet. However, if you keep an eye on a few simple things, then there is no possibility of Sadh’s mobile hanging.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply