ক্যাম্পাসশিক্ষা খবরশিক্ষা নিউজ

মঙ্গলবার থেকে সশরীরে শ্রেণীকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিক বিষয়ের সিদ্ধান্ত আরো ২ সপ্তাহ পর। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১:৩০টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, যাদের ২ ডোজ টিকা দেয়া আছে শুধু তারাই সরাসরি ক্লাসে ক্লাসে অংশ নিতে পারবেন।
শিক্ষার্থীদের মধ্যে ২ ডোজ টিকা পেয়েছে ৩৪ লক্ষ ৪০ হাজার ৪৪৮ জন৷ শিক্ষার্থীদের মধ্যে ১ম ডোজ টিকা পেয়েছেন ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন।

শিক্ষামন্ত্রী আরো জানান, আরো ১০ থেকে ১৪ দিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে।

বৈঠক শেষে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মো. সহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ২২শে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আমরা মতামত দিয়েছি। দেশে করোনার সংক্রমণ কমছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর সংক্রমণ বাড়ায় ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ ১ মাস ছুটির পর অবশেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply