একাদশ শ্রেণিতে ৪র্থ পর্যায়ে ভর্তির আবেদন ফলাফল ২০২১-২০২২
২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে online এর মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) ৪র্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সংশিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোাক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরােধ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষা বাের্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট।(http://www.xiclassadmission.gov.bd) তে প্রদত্ত পূর্ণাঙ্গনির্দেশিকা অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ১০(দশ) টি কলেজে আবেদন করতে হবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে online এর মাধ্যমে যে সকল শিক্ষর্থী আবেদন করতে পারবে:
• যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি;
• যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনােনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে ২৪/০২/২০২২ তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি;
• উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা;
৪র্থ ধাপে online এর মাধ্যমে ভর্তির জন্য নিমােক্ত সময় সৃচি অনুসরণ করতে হবে:
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদন গ্রহণ: ২৬/০২/২০২২ (শনিবার) থেকে ২৭/০২/২০২২ (রবিবার রাত ৮৫০০ টা পর্যন্ত)
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের যাচাই বাছাই: ২৮/০২/২০২২ (সােমবার)
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ০১/০৩/২০২২ (মঙ্গলবার রাত ৮৫০০ টায়)
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ও কলেজে ভর্তি: ০২/০৩/২০২২ (বুধবার) থেকে ০৩/০৩/২০২২ (বৃহঃবার বিকাল ৫ঃ০০ পর্যন্ত)
একাদশ শ্রেণিতে ৪র্থ পর্যায়ে ভর্তির আবেদন ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২
বিদ্রঃ উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২১ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে।