ভর্তি তথ্যসকল ভর্তি খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Information Technology (IIT)-তে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Information Technology (IIT)-তে প্রশিক্ষণ কোর্সসমূহঃ

1. Web Design using HTML, CSS and JavaScript: Website Design করার জন্য প্রয়ােজনীয় বিষয়সমূহ (HTML, CSS, Bootstrap,
Java Scripts, etc).

2. Web Programming using PHP and MySQL: Website তৈরি করার জন্য Server-side এ প্রয়োজনীয় বিষয়সমূহ (PHP Programming and MySQL Database)।

3. Office Application for Smart office: কম্পিউটারের প্রাথমিক ধারণাসমূহ এবং Microsoft Office এর অন্তর্ভুক্ত Word, Excel ও
Power Point ব্যবহার।

4. Matlab, Origin Pro and LaTex: গবেষণাধর্মী কাজের জন্য প্রয়ােজনীয় বিষয়সমূহ (Matlab,OriginPro and LaTex)

5. Mobile Application Development using Android Mobile Application তৈরির জন্য প্রয়ােজনীয় programming language

ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Information Technology (IIT)-তে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

 

যােগ্যতা: আবেদনকারীকে ন্যুনতম H.S.C পাস হতে হবে।

২নং ও ৫নং এর ক্ষেত্রে H.S.C তে ICT কোর্স থাকতে হবে অথবা কম্পিউটার পরিচালনায় ন্যুনতম ৩ মাসের কোর্স সম্পন্ন করা থাকতে হবে। ৪নং এর ক্ষেত্রে যে কোন সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে।

ওয়েব ঠিকানা: http://www.iit.du.ac.bd/notice/training_programs_first

যােগাযােগ: তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের তথ্য কেন্দ্র (রুম নং- ১০৬) অথবা ০১৭৭৯৪৮২৯৯৪ নম্বরে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বাদে)।

আবেদনের শেষ তারিখ ২১শে এপ্রিল, ২০১৯।
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ২৪শে এপ্রিল, ২০১৯।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group