আইএবি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি
কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা ২০১৮ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেক ও মানউন্নয়ন।পরীক্ষার্থীদের DR List, স্বাক্ষরলিপি এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি ।
এতদ্বারা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কামিল (শ্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৮ সালের কামিল (শ্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের DR List, স্বাক্ষরলিপি এবং প্রবেশপত্র
ডাউনলোড সংক্রান্ত কার্যক্রম নিম্নোক্ত তফসিল অনুযায়ী সম্পন্ন হবে।
এতদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম ও নিয়মাবলী নিম্নে প্রদত্ত হলোঃ
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রবেশপর ডাউনলোড
কর্মকর্তা কর্তৃক করে পরীক্ষার্থীদেরকে প্রদানের তারিখঃ ২৩/০১/২০১৯ থেকে ২৬০১২০১৯ তারিখ পর্যন্ত
DR list ওয়েবসাইট হতে ডাউনলোড করার তারিখ ২৫/০১/২০১৯ থেকে ২৫/০১/২০১৯ তারিখ পর্যন্ত
পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি ওয়েবসাইট হতে ডাউনলোড করার তারিখঃ ২৫/০১/২০১৯ থেকে ২৭/০১/২০১০ তারিখ পর্যন্ত
প্রবেশপত্রের যে কোন ধরণের সংশোধনের জন্য এবং Online Banking এ- টাকা জমা দিয়ে ব্যাংক রশিদ, আবেদন ও (eFF) এর প্ৰিন্ট আউট কপি পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দেয়ার সর্বশেষ তারিখঃ ২৩/০১/২০১৯ থেকে ২৭/০১/২০১৯ তারিখ পর্যন্ত
সংশোধিত প্রবেশপত্র ওয়েবসাইট হতে ডাউনলোড করার তারিখঃ ২৫/০১/২০১৯ থেকে ২৮/০১/২০১০ তারিখ পর্যন্ত
Admit Card, DR List, এবং Signature sheet ডাউনলোড ও প্রিন্ট করার নিয়মাবলী
• বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ ডুকে eSIF/eFF মেনুতে যাবে ।
• তারপর পরীক্ষা কেন্দ্রের মাদরাসায় EIIN ও Password দিয়ে Login করবে। ও
• eFF এর অনুরূপ Class, Year, Type এবং session নির্বাচন করে Continue বাটনে ক্লিক করবে।
• বাম পাশের মেনু বক্সে “Admit Card Download” বাটনে ক্লিক করলে কেন্দ্রের আওতাধীন সকল মাদরাসার তালিকা প্রদর্শন করা হবে।
• প্রদর্শিত তালিকায় প্রতিটি মাদরাসার নামের পার্থের Downloads কলামে Generate Admit Card/ Download Admit Card বাটনে ক্লিক করে pdf ফাইলটি জেনারেট করে ডাউনলোড করবে।
• Retake ও Improvement এর ক্ষেত্রে Generate Admit Card for Retake & Improvement/Download Admit Card
for Retake & Improvement বাটনে ক্লিক করে জেনারেট করে ডাউনলোড করবে।
বি: দ্র: প্রবেশপত্র প্রিন্ট করার বিস্তারিত নির্দেশিকা স্ক্রিনশটসহ eSIFleFF এর নোটিশ সেকশনে পাওয়া যাবে।
> বাম পাশের মেনু বরে DR Download বাটনে ক্লিক করে উজ তালিকা প্রিস্ট করুন।
> বাম পাশের মেনু বরে Signature sheet Download বাটনে ক্লিক করে কেন্দ্রের সকল পরীক্ষার্থীদের Signature sheet Download করে প্রিন্ট করুন।
আইএবি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি
ব্যাংকে টাকা জমা ও অন্যান্য নিয়মাবলীঃ
১। পরীক্ষার্থীদের প্রবেশপর সংশোধনী ফি বাবদ প্রতি পরীক্ষার্থী ৩০০/-তিনশত) টাকা হারে Online Banking এর মাধ্যমে অগ্রণী ব্যাংক, সাতমসজিদ রোড শাখা, ঢাকার হিসাব নং-০২০০০০৯০৮২৩৪১ (ইআবি পরীক্ষা ফান্ড) এর মাধ্যমে জমা দিতে হবে।
প্রবেশপত্র সংশোধনের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক
দফতরে অধ্যক্ষ কর্তৃক আবেদন, ব্যাংক রশিদের মূলকপি ও (eFF)এর প্রিন্ট আউট কপি জমা দিতে হবে।
২। ব্যাংকে টাকা জমার পর মাদরাসার অধ্যক্ষ টাকা জমা রশিদের বিপরীত পৃষ্ঠায় সীলমোহরসহ স্বাক্ষর করবেন। কোন ক্রমেই নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল
অর্ডার, সিকিউরিটি ডিপোজিট রিসিট অথৰা ট্রেজারী চালান ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের ফি হিসেবে গ্রহণ করা হবে না।
৩। বিজ্ঞপ্তিতে বর্ণিত তারিখের পর কোন ক্রমেই ফি-এর টাকা জমার রশিদ গ্রহণ করা হবে না।