পরীক্ষা খবরশিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রশ্নফাঁস ও ভুয়া প্রশ্ন নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আজ ২ নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। এবার আংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। এবার সারাদেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শুরুর আগেই আজ একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেন, এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না। প্রশ্নফাঁস ও ভুয়া প্রশ্ন নিয়ে গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা দীপু মনি।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি আরো বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা করেছে। এমনকি প্রশ্ন ফাঁসের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এবার এ ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে। ’

পরীক্ষা শুরু হওয়ার আগেই কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের অসুবিধা হয়। তাই এবার পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিদর্শন করা হলো। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সন্তানের ভালো ফলাফলের জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন করেন তবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়েছে যা চলবে ১১ নভেম্বর পর্যন্ত ও ২০১৯ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এবার সারাদেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ২৯ হাজার ৬৭৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

আরো পড়ুন – জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি ২০১৯  

এবছর মোট ২৬,৬১,৬৮২ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। গত বছর ২৬,৭০,৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় আংশ নেয়। গত বছরের তুলনায় ৮,৬৫১ জন কম শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করছে৷ এদের মধ্যে জেএসসিতে রয়েছে ২,২৬০,৭১৬ জন ও জেডিসিতে ৪,০০৯,৬৬ জন পরীক্ষার্থী।

২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছে। ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন ও জেডিসি পরীক্ষীয় ৩০ হাজার ২৯১ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষায় এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য জেএসসিতে ২ লাখ ১১ হাজার ৩৩২ জন ও জেডিসিতে ২১ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া বিদেশি মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও জেডিসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বলেন, প্রশ্নফাঁস ও ভুয়া প্রশ্ন নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group