স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক ছাড়
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক রোববার ছাড় হয়েছে School and college MPO teachers and employees waive off the cheque for festival allowance। শিক্ষক-কর্মচারীরা এবারও খণ্ডিত উৎসব ভাতা পাচ্ছেন। স্কুল কলেজের শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা দিতে সরকারের ২১১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হবে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৩৩৪১/৪ তারিখ ২৪/৪/২০২২

চলতি সপ্তাহের শেষে স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় হলেও শিক্ষকরা আসন্ন ঈদুল ফিতরের পর তা তুলতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্কুল কলেজ শিক্ষকদের উৎসব ভাতা ও এপ্রিলের জিও বা সরকারি আদেশ গত বৃহস্পতিবার জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চলতি বছর স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাবদ ২১১ কোটি ৯৬ লাখ টাকা এবং এপ্রিল মাসের এমপিও বাবদ ৭৩৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ের সরকারি মঞ্জুরি দেয়া হয়েছে।