শিক্ষা খবরশিক্ষা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলবে সশরীরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলবে সশরীরে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঢাবির প্রশাসনিক কার্যক্রমও ৩টা পর্যন্ত চলছে। প্রয়োজনে সেটাও বাড়ানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া ল্যাব, ব্যবহারিক ক্লাস এবং যে বিষয়ে অনলাইনের চেয়ে সশরীরে শিক্ষায় শিক্ষার্থীদের সহায়তা হয় সেসব ছোট ছোট ক্লাসও সশরীরে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতীয় সিদ্ধান্তের সাথে মিল রেখে আমাদের ক্লাস বন্ধ আছে। তবে সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখতে ক্লাস সীমিত পরিসরে কিছু বিষয়ের সশরীরে ক্লাস, পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে পারবে বিভাগগুলো। আবাসিক হল যেভাবে চলছে, স্বাস্থ্যবিধি মেনে সেভাবে চলবে।

 

করোনা পরিস্থিতির উর্ধ্বগতি ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বুস্টার ডোজ প্রদানে অগ্রাধিকার চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বুস্টার ডোজ প্রদানে অগ্রাধিকার চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ।এর আগে গত ২১ জানুয়ারি জাতীয় সিদ্ধান্তের আলোকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

 

দেশে চলমান করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির মুখে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটি বাড়লেও সশরীরে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

 

Class-examination will be conducted physically at Dhaka University. Although the educational institution is closed, the administrative activities of DU are also going on till 3 o’clock. If necessary, preparations are being made to increase it. In addition, labs, practical classes, and small classes that help students in physical education than online will also be physical. Dhaka University Vice-Chancellor Prof. Dr. Md. Akhtaruzzaman said, “Our classes are closed in line with the national decision.” However, in order to keep the session jam and educational activities active, the departments will be able to take physical classes in a limited range of subjects, physical examinations in accordance with the hygiene rules. The residential hall will be run as per the hygiene rules.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply