পরীক্ষা খবর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু ১৯ আগষ্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষা ১৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৭৫টি কেন্দ্রে এবার সর্বমোট ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বুধবার (১৭ আগস্ট) বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে বাউবির অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এতে সারাদেশে ৩২ হাজার ৮৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩৬৮ জন নারী পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এ পরীক্ষা শুধু শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শেষ হবে বলে বাউবি থেকে জানানো হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন

এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশাবলি :

● কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

● প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

● প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

● লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড (১০), আইডি নম্বর এবং বিষয় কোড/প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোন অবস্থাতেই উত্তপত্র ভাঁজ করা যাবে না।

● শিক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

● প্রত্যেক শিক্ষার্থী কেবল মাত্র নিবন্ধিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

● পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন-প্রোগ্রাম্যাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

● কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

● ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

● ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ।

● পরিচয় পত্র (আইডি কার্ড) ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

● তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

● De-Novo রেজিস্ট্রেশনকৃত ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।

● কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই সময়সূচির যে কোনো পরিবর্তন করতে পারবে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply