শিক্ষা খবরশিক্ষা নিউজ

২০২১ সালের এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন

এসএসসি পরীক্ষা -২০২১ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করা হয়।

আরো পড়ুন- ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক নম্বর বিভাজন

এসএসসি পরীক্ষা -২০২১ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকায় দেখা গেছে ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময় ০১ঘন্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে MCQ/নৈর্ব্যক্তিক ১৫ মিনিট ও CQ/রচনামুলক ০১ঘন্টা ১৫ মিনিট অনুষ্ঠিত হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নােটবুক) এর নম্বর-২৫। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নাটবুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮/১১/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্র ব্যবহারিক খাতা(নােটবুক) এর প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট বাের্ভের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে এবং হার্ড কপি সংশ্লিষ্ট বাের্ডের পরীক্ষা শাখায়(মাধ্যমিক) জমা দিবে।

জানা গেছে, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের CQ এর ২০ নম্বরকে ৫০ নম্বরে ও MCQ এর ১২ নম্বরকে ২৫ নম্বরে এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের CO এর ৩০ নম্বরকে ৭০ নম্বরে ও MCQ এর ১৫ নম্বরকে ৩০ নম্বরে রুপান্তর করে সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

এসএসসি পরীক্ষা -২০২১ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা

পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নােটবুক) এর নম্বর-২৫। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নাটবুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮/১১/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্র ব্যবহারিক খাতা(নােটবুক) এর প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট বাের্ভের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে এবং হার্ড কপি সংশ্লিষ্ট বাের্ডের পরীক্ষা শাখায়(মাধ্যমিক) জমা দিবে।

*বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের CQ এর ২০ নম্বরকে ৫০ নম্বরে ও MCQ এর ১২ নম্বরকে ২৫ নম্বরে এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের CO এর ৩০ নম্বরকে ৭০ নম্বরে ও MCQ এর ১৫ নম্বরকে ৩০ নম্বরে রুপান্তর করে সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রাপ্ত নমর নিবণ করা হবে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply