২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে সহোদর বা যমজ ভাই-বোনের ভর্তির নির্দেশনা
২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে সহোদর বা যমজ ভাই-বোনের ভর্তির নির্দেশনা । ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছে কিন্তু ভর্তির জন্য নির্বাচিত হতে পারেনি এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। ওই প্রতিষ্ঠানে আগে থেকে অধ্যয়নরত সহোদর বা যমজ ভাই-বোনের বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের দেয়া প্রত্যয়নপত্রে বাবা-মায়ের নাম, জন্ম তারিখ, অধ্যয়নরত শ্রেণি, শিক্ষার্থীর আইডি নম্বর উল্লেখ থাকতে হবে। আবেদনের সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্ম সনদের সত্যায়িত কপি, জন্ম সনদের অনলাইন কপি, পিতা-মাতার জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপির সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
বাবা-মায়ের কাছ থেকে সহোদর বা যমজ ভাই-বোনের বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা থাকতে হবে। এ সুবিধা কোন দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিষ্ঠান প্রধানকে তাঁর প্রতিষ্ঠানে সহোদর বা যমজ ভাই-বোনের আবেদনগুলো নিষ্পত্তি করে ১৫ জানুয়ারির মধ্যে তালিকা করে ঢাকা মহানগরী ভর্তি কমিটির সভাপতিকে পাঠাতে হবে। সহোদর বা যমজ ভাই-বোনের ভর্তির বিষয়ে অভিভাবকের দাখিল করা প্রতিটি আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। যাচাই পরবর্তী কোন আবেদন ভর্তির জন্য বিবেচিত না হলে তার উপযুক্ত কারণ উল্লেখ করে তা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে।
ঢাকা মহানগরী ছাড়া অন্যান্য মহানগরী ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি নীতিমালায় গঠিত কমিটি সহোদর বা যমজ ভাই-বোনের ভর্তির আবেদন এসব নির্দেশনার আলোকে যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক থাকার পরও সহোদর সহোদরা বা যমজ ভাই-বোন কে ভর্তি করা না হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্টরা দায়ী থাকবেন।