আরবি বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স ভর্তি সংক্রান্ত তথ্য। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স (৪ বছর মেয়াদী ) ১ম বর্ষে ছাত্র – ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল অনার্স ভর্তি তথ্য ২০২২। Islamic Arabic University Fazil Honours Admission Notice Result 2021-2022 Session Has Been Published Educations in BD Website,

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফাযিল অনার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফাজিল অনার্স ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স শ্রেণীর ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

আরো পড়ুন – ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ফাজিল (পাস) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ফাজিল অনার্স ভর্তির আবেদনের যােগ্যতা:

• বাংলাদেশ মাদরাসা শিক্ষাবাের্ড হতে যেকোন শাখায় ২০১৮/২০১৯ সনের দাখিল এবং ২০২০/২০২১ সনের আলিম সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ২ পরীক্ষা মিলে কমপক্ষে GPA ৫.০০ (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত ছাত্র-ছাত্রীগণই আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষায়. ২.০০ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

• অন্যান্য শিক্ষাবাের্ড আলিম সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা উপরোক্ত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

• ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স, ফাজিল পাস নিয়মিত/ অনিয়মিত কোর্সে বর্তমানে অধ্যয়নরত (রেজিঃ কার্ড প্রাপ্ত) কোন শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স শ্রেণীতে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স শ্রেণীতে ভর্তি হতে পারবে।

• একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী ফাজিল অনার্স, ফাজিল পাস নিয়মিত/অনিয়মিত কোর্সে দ্বৈত ভর্তি হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

• উল্লেখ্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভর্তির ক্ষেত্রে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ফাজিল অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা প্রস্তুতকরণঃ

• মাদরাসা কর্তৃক নিশ্চয়নকৃত তালিকা হতে শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী মেধা তালিকা প্রণয়ণ করা হবে। প্রতিটি মাদরাসার জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ ফাজিল অনার্স শ্রেণীর বিষয় বরাদ্দ দেয়া হবে।

• দাখিল/সমমান (প্রযােজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। নমুনাম্বরুপ যদি কোন শিক্ষার্থী ৯০০ নম্বরের মধ্যে ৮৫০ নম্বর পেয়ে থাকে, তার ১০০০ নম্বর হবে:(৮৫০/৯০০) * ১০০০=৯৪৪.৪৪

• ১০০০ নম্বরে রূপান্তরের পর আবেদনকারীর ফলাফল নিম্নরূপ নিয়মানুযায়ী নিরুপণ করা হবে।

• দাখিল ও আলিম/সমমান পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে ফলাফল = দাখিল মােট নম্বর (৬০%) + আলিম/সমমান পরীক্ষার মােট নম্বর (৪০%)

•  ফলাফল প্রকাশ মাদরাসা ও আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তির বিষয় ভিত্তিক ফলাফল ভর্তি সংশ্লি ষ্টনির্ধারিত লিংক admission.iau.edu.bd এর মাধ্যমে জানতে পারবে।

ফাজিল অনার্স ভর্তি কার্যক্রমঃ

• এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা এবং রিলিজ স্লিপ (ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত মাদরাসার অধ্যক্ষের প্রত্যয়ন পত্র গ্রহণপূর্বক অন্য কোন অনার্স মাদরাসায় আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি) এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

• ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ফাজিল অনার্স শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রার্থীদের শুধুমাত্র দাখিল/সমমান (প্রযােজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি মাদরাসার জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে বিষয় বরাদ্দ দেয়া হবে।

• ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও মেধা তালিকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd থেকে জানা যাবে।

• প্রাথমিক আবেদন ফরমে প্রার্থীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/ভর্তি বাতিল করার অধিকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আরো পড়ুন- কামিল মাস্টার্স শ্রেণীতে ১ম পর্বে ভর্তির বিস্তারিত তথ্য

ফাজিল অর্নাস শ্রেণীতে ভর্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ

• অনলাইনে আবেদনের তারিখ: ২১.০৭.২০২২ হতে ০৫.১০.২০২২খ্রি.।

• আবেদন প্রক্রিয়া সম্পন্ন ও সংশ্লিষ্ট মাদরাসায় কাগজপত্র জমা প্রদানের শেষ তারিখ : ০৫.১০.২০২২খ্রি. তারিখ পর্যন্ত।

• মাদরাসা কর্তৃক আবেদনকারীর ফরম গ্রহণ ও যাচাই-বাছাইপূর্বক ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd এর মাদরাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করে চূড়ান্ত সাবমিট: ০৭.০৯.২০২২খ্রি. তারিখ পর্যন্ত।

• মাদরাসা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে পেমেন্ট স্লিপ ডাউনলােডপূর্বক বিশ্ববিদ্যালয়ের একাউন্টে আবেদন ফরমের টাকার নির্ধারিত অংশ জমা প্রদান : ০৮.০৯.২০২২খ্রি. তারিখ হতে ১৪.০৯.২০২২খ্রি. তারিখ পর্যন্ত।

• ১ম মেধা তালিকা হতে ফলাফল প্রকাশ: ২২.০৯.২০২২খ্রি.।

• ১ম মেধা তালিকা হতে ভর্তি : ২৫.০৯.২০২২ খ্রি. তারিখ হতে ০২.১০.২০২২খ্রি. তারিখ পর্যন্ত।

• ১ম মেধা তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd এর মাদরাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করে চূড়ান্ত সাবমিট: ০৩.১০.২০২২খ্রি.।

• অপেক্ষমান প্রার্থীদের আবেদন: আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান আবেদনকারীরা ১৮.১০.২০২২ খ্রি হতে ২৪.১০.২০২২ খি তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে পারবে।

• ২য় মেধা তালিকার ফলাফল প্রকাশ : ২৭.১০.২০২২ খ্রি.।

• ২য় মেধা তালিকা হতে ভর্তি : ২৮.১০.২০২২ খ্রি. তারিখ হতে ০৫.১১.২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

• ২য় মেধা তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য admission.iau.cdu.bd এর মাদরাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করে চূড়ান্ত সাবমিট দেয়ার তারিখ : ০৭.১১.২০২২ খ্রি.।

• ৩য় মেধা তালিকা হতে ভর্তি : ২য় মেধা তালিকা হতে ভর্তির পর প্রযােজ্য ক্ষেত্রে আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান প্রার্থীরা ১৯.১১.২০২২ খ্রি. থেকে ২৩.১১.২০২২ খ্রি তারিখের মধ্যে পুনরায় আবেদন করবে। আবেদন কার্য সম্পন্ন হওয়ার পর ২৮.১১.২০২২ খ্রি. তারিখ তাদের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর ০৮.১২.২০২২ খ্রি. তারিখের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদরাসাসমূহকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

• চূড়ান্ত ভর্তি ফি বাবদ আদায়কৃত অর্থের নির্ধারিত অংশ বিশ্ববিদ্যালয়ের একাউন্ট জমা প্রদানের শেষ তারিখ : ১৫.১২.২০২২খ্রি.।

• আবেদন ফরম ফি এবং চুড়ান্ত ভর্তি ফি বাবদ বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমাকৃত টাকার মূল ব্যাংক স্লিপ ১৫.১২.২০২২খ্রি. তারিখের মধ্যে সরাসরি/ডাকযােগে/কুরিয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় প্রেরণ করতে হবে।

• ক্লাস শুরুর তারিখ: ০১.০১.২০২৩ খ্রি.

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অর্নাস ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অর্নাস ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

Fazil honours অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পুরণ ও করণীয়ঃ

ধাপ-১ (আবেদনকারীর তথ্য ইনপুট):

• আবেদনকারীকে অনার্স ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd এ গিয়ে প্রদর্শিত তথ্য ছকে দাখিল/সমমান (প্রযােজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। যথাযথভাবে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হলে আবেদনকারীর অনলাইনে সংরক্ষিত ডাটাবেজের মাধ্যমে নাম, পিতার নাম, মাতার নাম,জন্ম তারিখ এবং দাখিল/সমমান (প্রযােজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষা ফলাফলের তথ্য প্রদর্শিত হবে। আবেদনকারীর ছবি, স্বাক্ষর, ঠিকানা, মােবাইল নম্বর ও ই-মেইল আইডি সঠিকভাবে ছকে এন্ট্রি দিতে হবে।

• প্রার্থীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে।

• আবেদনকারীর ছবি ও স্বাক্ষর ব্যতীত অন্য কোন ছবি/স্বাক্ষর আবেদন ফরমে আপলােড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার ইআবি কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

ধাপ-২ (মাদরাসা ও বিষয় নির্বাচন)

• এ পর্যায়ে আবেদনকারী সংশ্লিষ্ট সকল অনার্স মাদরাসার নাম ও ঠিকানা দেখতে পাবেন। আবেদনকারী উক্ত মাদরাসার তালিকা থেকে একটি মাদরাসা নির্বাচন করবে। মাদরাসা নির্বাচনের পর উক্ত মাদরাসার বিষয়সমূহ হতে তার পছন্দের বিষয়ের ক্রম নির্বাচন করতে হবে। এখানে আবেদনকারীর সবচেয়ে পছন্দের বিষয় শীর্ষে বা প্রথমে থাকবে। এরপর দ্বিতীয় পছন্দের বিষয় এবং অনুরূপভাবে পরবর্তী পছন্দের বিষয় থাকবে।

• অপেক্ষমান তালিকার আবেদনকারীরা মাদরাসার আসন শূন্য থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়ে প্রয়ােজনে ২য় ও ৩য় বার পুণরায় মাদরাসা ও বিষয়ের পছন্দত্রম নির্বাচন করতে পারবে।

ধাপ-৩ (আবেদন প্রক্রিয়া সম্পন্ন ও সংশ্লিষ্ট মাদরাসায় কাগজপত্র জমা প্রদান):

• ১ম এবং ২য় ধাপ পূরণের পর আবেদনকারী একটি ইউনিক আইডি পাবে। উক্ত ইউনিক আইডির মাধ্যমে আবেদনকারী একটি আবেদন নিশ্চিতকরণ পিলিপ দেখতে পাবে এবং সংরক্ষণের জন্য উক্ত স্লিপ ডাউনলােড করে প্রিন্ট করে নিবে।

• আবেদনকারী শিক্ষার্থী অনলাইনে পূরণকৃত আবেদন নিশ্চিতকরণ প্লিপের সাথে দাখিল/সমমান (প্রযােজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফরম. ফি বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা তার পূরণকৃত আবেদনের পছন্দের মাদরাসায় জমা দিবে। প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ মাদরাসার অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে ফেরত দিবে।

• ২য় ও ৩য় মেধা তালিকায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী তার প্রথম পছন্দকৃত মাদরাসা হতে রিলিজ স্লিপ ও তার জমাকৃত কাগজপত্র সংগ্রহ করে ভর্তিচ্ছু মাদরাসায় জমা প্রদানের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।

ফাজিল অনার্স ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে

• ছাত্র-ছাত্রীদের ভর্তির চূড়ান্ত আবেদনপত্র
• দুই কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি
• দাখিল/সমমান ও আলিম/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট-এর সত্যায়িত ফটোকপি।
• ভর্তির সময় সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের আলিম/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট-এর মূলকপি সংশ্লিষ্ট মাদরাসা সংরক্ষণ করবে।

ফাজিল অনার্স ভর্তি কার্যক্রমের যে কোন ধারা/নিয়মাবলীর সংশােধন, সংযােজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ফাজিল অনার্স শ্রেণিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়ে প্রণীত কারিকুলাম অনুযায়ী পরিচালিত হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফাজিল অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স ( ৪ বছর মেয়াদী) ১ম বর্ষে ছাত্র – ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল অর্নাস ভর্তি তথ্য।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

Comments are closed.