উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৩-২০২৪ নোটিশ প্রকাশিত হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ওপেন স্কুল পরিচালিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রােগ্রামে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে
ভর্তিচ্ছু প্রার্থীদের কাছ থেকে http://osapsnew.bou.edu.bd এর মাধ্যমে কেবল Online এ আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন ভর্তির জন্য OSAPSNEW.BOU.EDU.BD ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ভর্তির সার্কুলার প্রকাশ হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তির আবেদন শুরু হবে ৭ মে থেকে। ভর্তির শেষ সময় ২১ জুলাই, ২০২৩। বাউবিতে এইচএসসি কোর্সে ভর্তির ক্ষেত্রে এসএসসি অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরো পড়ুন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগামে ভর্তি বিজ্ঞপ্তি
Bangladesh Open University BOU HSC Admission Circular 2023 শুধুমাত্র অনলাইন মাধ্যমেই ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। অনলাইনে ভর্তির জন্য http://osapsnew.bou.edu.bd/ ওয়েবসাইট প্রদত্ত ফরমের সব তথ্য পূরণ করে বিকাশ/রকেট/শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। ভর্তি ফি ৪৫২৩ টাকা মাত্র।
বাউবি ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের http://www.bou.edu.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে। এডুকেশন্স ইন বিডির পাঠকদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি নীচে তুলে ধরা হলো।
এইচএসসি প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত তথ্য
• আবেদনের তারিখ: ৭ মে থেকে ২১ জুলাই, ২০২৩
• ভর্তির তারিখ: ৭ মে থেকে ২১ জুলাই; ২০২৩
• ওরিয়েন্টেশন: ২৫ আগষ্ট
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১ম বর্ষ) ভর্তির জন্য আগ্রহীদের অনলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রদত্ত তথ্য পূরণ করে বিকাশ/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে বাউবি নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট চার্জ প্রদান করতে হবে।
ট্রানজিকশন আইডি ও মোবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও e-mail এ “payment successful” ম্যাসেজ পাওয়ার মাধ্যমে Online ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রদর্শিত পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত (সমন্বয়কারী কর্তৃক) সনদপত্র স্ট্যাডি সেন্টারে সমন্বয়কারীর নিকট সাত দিনের মধ্যে জমা দিতে হবে। অনলাইন আবেদন ও সনদপত্রসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্ট্যাডি সেন্টারের সমন্বয়কারীর নিকট জমা প্রদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরো পড়ুন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার রুটিন
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তির প্রয়ােজনীয় নির্দেশনা:
• অনলাইনে ভর্তির জন্য http://osapsnew.bou.edu.bd-এ প্রদত্ত তথ্য পূরণ করা শেষে SMS এর মাধ্যমে Tempo-rary User ID ও Password পাওয়া যাবে।
• এরপর Payment Option এ মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ফি ও
চার্জকমিশন বিকাশ/ডিবিবিএল/শিওরক্যাশ এর
মাধ্যমে প্রদান করতে হবে।
ফি জমাদানের মাধ্যম
• bkash, DBBL Nexus Debit card: অথবা রকেট এর মাধ্যমে
• ট্রানজেকশন আইডি ও মােবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও E-mail এ “Payment successful” Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।
• Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনাে রকম সমস্যা হলে তাৎক্ষণিকভাবে OSAPS এর Helpline নম্বরে অবহিত করতে হবে।
• Temporary User ID ও Password ব্যবহার করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ এবং ০১ (এক) কপি পাসপাের্ট সাইজের ছবি সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে।
• ভবিষ্যৎ প্রয়ােজনে User ID, Password, Mobile Number, Transaction ID 3 Payment Date 1995 করতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ওয়েবসাইট এ পাওয়া যাবে। এইচএসসি প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১ম বর্ষ) ভর্তির ফরম বাউবি’র আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র/ স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করা যাবে।