ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টারে নিম্নবর্ণিত প্রোগ্রামে পূর্ণকালীন খণ্ডকালীন শিক্ষার্থী ভর্তির জন্য নিম্নবর্ণিত শর্তপূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হইতে আগামী ২৮/০৫/২০২৩ খ্রিঃ তারিখ রবিবার হইতে নির্ধারিত আবেদন ফরমে
দরখাস্ত আহবান করা যাইতেছে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির শর্তাবলী:-
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রসপেক্টাসে পাওয়া যাইবে। প্রসপেক্টাস, ভর্তির যোগ্যতা যাচাই এর আবেদন ফরম এবং ভর্তির আবেদন ফরম (অন্যান্য সংশ্লিষ্ট ফরম) বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.duet.ac.bd এ পাওয়া যাইবে।
Online Payment সংক্রান্ত তথ্যাবলী pga.duetbd.org পাওয়া যাইবে। Online Payment এর ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হইলে E-mail: pg.admission@duet.ac.bd এর মাধ্যমে যোগাযোগ করা যাইবে।
পূর্ণকালীন শিক্ষার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী ফেলোশীপ/টিচিং/রিসার্চ এ্যাসিটেন্টশীপ প্রদান করা যাইতে পারে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
দেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হইতে ডিগ্রীধারীদের সংশ্লিষ্ট বিভাগে ভর্তির নিমিত্তে আবেদন করার যোগ্যতা যাচাই এর জন্য ফি বাবদ = ৩,০০০/- (তিন হাজার মাত্র) টাকা Online এর মাধ্যমে প্রদান করার পর নির্ধারিত আবেদন ফরম কম্পিউটার-টাইপকৃত (হস্ত লিখিত আবেদন গ্রহণযোগ্য নয়) পূরণপূর্বক ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অফিসে জমা প্রদান করিতে হইবে। আবেদন ফরমের সাথে সকল পরীক্ষার সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কসীট এর সত্যায়িত ফটোকপি এবং সিলেবাস / কারিকুলাম এর মূল কপি অথবা ফটোকপি ও সিলেবাস কারিকুলামের ওয়েব সাইট লিংক জমা প্রদান করিতে হইবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে যথাযথ নিয়মে ভর্তির আবেদন করিতে পারিবে।
ভর্তির নিমিত্তে আবেদন করার জন্য ফি বাবদ = ১,৫০০/- (এক হাজার পাঁচশত মাত্র) টাকা Online এর মাধ্যমে প্রদান করার পর নির্ধারিত ভর্তির আবেদন ফরম কম্পিউটার-টাইপকৃত (হস্ত লিখিত আবেদন গ্রহণযোগ্য নয়) পূরণপূর্বক Legal size অফসেট কাগজে প্রিন্ট করিয়া খামের উপর ভর্তিচ্ছুক প্রোগ্রামের নাম উল্লেখপূর্বক সরাসরি বা ডাকযোগে অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা প্রদান করা যাইবে। আবেদন ফরমের সাথে সদ্য তোলা পাসপোট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কশীট ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করিতে হইবে।
চাকরিরত প্রার্থী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিসহ খন্ডকালীন/পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তির জন্য আবেদন করিতে পারিবে এবং আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ডেপুটেশন/ছুটির আদেশ /NOC জমা প্রদান করিতে হইবে।
ভর্তির যোগ্যতা যাচাই এর আবেদন ফরম এবং ভর্তির আবেদন ফরমসহ সকল ডকুমেন্টের পিডিএফ/ স্ক্যান কপি E-mail : pg.admission@duet.ac.bd-এ প্রেরণ করিতে হইবে।
ভর্তির নিমিত্তে চূড়ান্তভাবে মনোনয়নের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট-এ মৌখিক/লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ / ইনস্টিটিউট হইতে সংগ্রহ করিতে হইবে। অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলিয়া গণ্য হইবে।