জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্যসকল ভর্তি খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিকেএসপি’তে ডিপ্লোমা-ইন-স্পাের্টস সাইন্স কোর্সে ভর্তি ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিকেএসপি’তে ডিপ্লোমা-ইন-স্পাের্টস সাইন্স কোর্সে ভর্তি ২০২০-২১। বিকেএসপি’তে ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা-ইন-স্পাের্টস সাইন্স কোর্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। National University Affiliated BKSP Diploma in Sport Science Course Admission Notice and Result 2020-2021 Session Has Been Published On Educations in BD Website.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিকেএসপি’তে ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা-ইন-স্পাের্টস সাইন্স কোর্স ২০১৮-১৯ ক্রীড়াবিজ্ঞানে ১০ মাস মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা ইন স্পাের্টস সাইন্স কোর্সে (অনাবাসিক) নিম্নবর্ণিত বিষয়ে ভর্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে

১। এক্সারসাইজ ফিজিওলজি
৩। স্পাের্টস বায়ােমেকানিক্স।
২। স্পাের্টস সাইকোলজি
৪। সাইন্স অব স্পাের্টস ট্রেনিং(জিটিএমটি)

আরো পড়ুন-  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে এলএলবি কোর্সে ভর্তি

ভর্তির যােগ্যতাঃ

(ঙ) জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে মাধ্যমিক বা সমমান,।উচ্চ মাধ্যমিক বা সমমান ও স্নাতক এ তিনটি পরীক্ষার মধ্যে কমপক্ষে ১টি পরীক্ষায় ২য় বিভাগ অথবা জিপিএ ২.০০ থাকতে হবে।

(চ) এক্সারসাইজ ফিজিওলজি ও স্পাের্টস বায়ােমেকানিক্স বিষয়ে ভর্তির জন্য বিজ্ঞানে স্নাতক হতে হবে। স্পাের্টস সাইকোলজি বিষয়ে ভর্তির জন্য স্নাতক (পাশ/অনার্স) এ মনােবিজ্ঞান থাকতে হবে।

(জ) সাইন্স অব স্পাের্টস ট্রেনিং (জিটিএমটি) বিষয়ে ভর্তির জন্য বিপিএড/এমপিএড থাকতে হবে অথবা ন্যূনতম বিভাগীয় পর্যায়ের যেকোন খেলােয়াড়/প্রশিক্ষকদের অগ্রাধিকার প্রদান করা হবে।

ভর্তির সময় নিম্নলিখিত কাজগপত্রাদি সংযুক্ত করতে হবে

•সংশ্লিষ্ট বাের্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত মাধ্যমিক, উচচ মাধ্যমিক ও স্নাতক (পাশ/অনার্স) পরীক্ষা পাশের সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
•জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/অনার্স পাশকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে গৃহীত মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি।
•স্নাতক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র।
•পাসপাের্ট সাইজের ৫ (পাঁচ) কপি এবং স্ট্যাম্প সাইজের ২(দুই) কপি ছবি।
•চারিত্রিক সনদপত্র ও শিক্ষা বিরতি সনদপত্র (যাদের ক্ষেত্রে প্রযােজ্য)।
•চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে।

বি.দ্রঃ ভর্তির সময় উল্লেখিত সকল কাগজপত্রের ২ সেট জমা দিতে হবে।

মনােনীত শিক্ষার্থীদের ভর্তিকালীন ফিসের হার

ক) রেজিষ্ট্রেশন ও ভর্তি ফি ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা
খ) জামানত ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা (ফেরত যােগ্য)
গ) মাসিক বেতন ৫০০.০০ (পাঁচশত) টাকা।

জাতীয়বিশ্ববিদ্যালয়ের অধীনে বিকেএসপি’তে ডিপ্লোমা-ইন-স্পাের্টস সাইন্স কোর্সে ভর্তি ২০২০-২০২১ বিজ্ঞপ্তি
 বিকেএসপি'তে ডিপ্লোমা-ইন-স্পাের্টস সাইন্স কোর্সে ভর্তি

চুড়ান্ত নির্বাচনঃ

ক) ভর্তিচছু প্রার্থীদের আগামী ১৩/০৬/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।
খ) আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ০৪/০৭/২০১৯খ্রিঃ তারিখে বিকেএসপি’র ক্রীড়াবিজ্ঞান শাখায় সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
গ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১১/০৭/২০১৯ খ্রিঃ তারিখে উপপরিচালক (ক্রীড়াবিজ্ঞান) এর অফিস কক্ষে অনলাইনে রেজিষ্ট্রেশন ফরমের প্রিন্ট কপি এবং মূল সনদপত্রসহ সাক্ষাৎ করতে হবে।

** অনলাইনে রেজিষ্ট্রেশন নিম্নের প্রক্রিয়ায় (ফরম) পূরণ করতে হবে-
www.bksp.gov.bd > [ লগইন ] > [ ছাত্র ছাত্রী ] > [ Online Registration ] > [ ফরম পুরণ ] > [ submit ]

ঘ) চুড়ান্ত ভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে জানানাে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group