উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান প্রিমিয়াম সাজেশন অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত্ব্য ২০২৪ বিভাগঃ হিসাববিজ্ঞান
অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত্ব্য ২০২৪
বিভাগঃ হিসাববিজ্ঞান
(উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান: ২৩২৫০৫)
প্রিমিয়াম সাজেশন
খ-বিভাগ
১। “উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো উৎপাদন ব্যয় নির্ধারণ এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ”-মন্তব্য কর। ১০০%
২। উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও আর্থিক হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। উপরিব্যয়ের সংজ্ঞা দাও। উপরিব্যয়কে স্থায়ী ও পরিবর্তনশীল রূপে শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ১০০%
৪। উপরিব্যয়ের ঊনবণ্টন ও অতি বণ্টনের কারণ আলোচনা কর। ১০০%
৫। জব ব্যয় এবং ব্যাচ ব্যয় নির্ণয় পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৬। পরিচালন ব্যয় হিসাবের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৭। স্বাভাবিক বেকার সময় ও অস্বাভাবিক বেকার বলতে কী বুঝ? স্বাভাবিক বেকার সময় ও অস্বাভাবিক বেকার এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
৮। “উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান একটি পেশা।”-ব্যাখ্যা কর। ৯৯%
গ-বিভাগ
১। উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ব্যবস্থাপক্ষীয় পরিকল্পনা ও নিয়ন্ত্রণের হাতিয়ার স্বরূপ’-ব্যাখ্যা কর। ১০০%
৩। মাল খতিয়ান ও বিন কার্ডের পার্থক্য লেখ। ১০০%
৪। কারখানা উপরিব্যয়ের পূর্ব নির্ধারিত হার ব্যবহারের কারণ আলোচনা কর। ১০০%
৫। প্রক্রিয়া ব্যয় হিসাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৬। বাজেটেড হার ও প্রকৃত হার বলতে কী বুঝায়? ১০০%
৭। উদাহরণসহ যৌথ দ্রব্য ও উপজাত দ্রব্যের সংজ্ঞা দাও। ৯৯%
৮। যৌথ দ্রব্যে যৌথ খরচ বণ্টন করার বিভিন্ন উপায় আলোচনা কর।
গাণিতিক অংশ পেতে PDF সিট ফলো করুন