রুদ্ধশ্বাস ট্রাইবেকারে হিসাববিজ্ঞানকে হারিয়ে ২য় রাউন্ডে পরিসংখ্যান
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৪। যেখানে সি গ্রুপে প্রথম পর্বের শেষ ম্যাচে টাইব্রেকারে হিসাববিজ্ঞান বিভাগকে ৫-৪ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে পরিসংখ্যান বিভাগ।
রোববার কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। পরে পেনাল্টিতে সাডেন ডেথে জয় নিশ্চিত করে পরিসংখ্যান বিভাগ। দলের হয়ে সফল হন যথাক্রমে নাসিম, ফাহাদ, মুন্না, পারভেজ ও রোমান।
মোট ২৪টি বিভাগীয় দলকে নিয়ে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। সি গ্রুপের প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় হিসাববিজ্ঞান ও পরিসংখ্যান। মূল ম্যাচের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বিভাগের শিক্ষার্থীদের পরস্পরবিরোধী পোস্টের ফলে খেলার আবহ ও উত্তেজনা ছিল অন্যরকম।
হিসাববিজ্ঞান বিভাগের ফুটবলাররা ম্যাচজুড়েই একেরপর এক আক্রমণ করে গেছেন। তবে তাদের বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন পরিসংখ্যানের অধিনায়ক ও গোলরক্ষক আবদুল্লাহ আল রোমান। একেরপর এক সেভের মাধ্যমে দলের জাল অক্ষত রাখেন তিনি।
অন্যদিকে পরিসংখ্যান বিভাগের সকলেই দলীয় প্রচেষ্টায় সাফল্যের চেষ্টা করেছেন। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হাসিব। দলের অন্যরাও কমবেশি অবদান রাখলেও কেউই গোলের মুখ দেখেননি।
টাইব্রেকারে শুরুতেই ধাক্কা খায় পরিসংখ্যান। পুরো ম্যাচে দারুণ খেলা হাসিব ও মোনায়েম দুজনই বল জালে জড়াতে ব্যর্থ হন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি হিসাববিজ্ঞানের ফুটবলাররা। গোলরক্ষক রোমানের দৃঢ়তায় প্রথম পাঁচ কিকের দুটিতে তারাও গোলের দেখা পায়নি।
নাসিম, ফাহাদ ও মুন্না লক্ষ্যভেদ করলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে পরিসংখ্যানের পারভেজ গোলের দেখা পান। সপ্তম কিকে প্রতিপক্ষকে হতাশ করেন রোমান। এরপর নিজেই কিক করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
দিনের অন্য ম্যাচে রসায়নকে হারিয়েছে ফিন্যান্স বিভাগ। ২৪ সেপ্টেম্বর পরিসংখ্যান বিভাগের মুখোমুখি হবে তারা।