বোয়েসেল BOESL বিদেশে চাকরি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ বিদেশে চাকরি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি BOESI Por Safe and Skilled Migration
বোয়েসেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি প্রেরণকারী একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর হতে বিশ্বের ৩২টি দেশে প্রায় দুই লক্ষ সক্ষ ও স্বল্পদক্ষ কর্মী বোয়েদেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। নৈতিক ও নিরাপদ অভিবাসন বোয়েসেল অঙ্গীকার।
এ প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখযোগ্য গন্তব্য দেশে কর্মী নিয়োগ সংক্রান্ত তথ্য নিম্নরূপ: দক্ষিণ কোরিয়ায় এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মসূচির আওতায় কর্মী নিয়োগ
■ পাসপোর্টের মেয়াদ থাকা সাপেক্ষে প্রার্থীদের বোয়েসেলের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে নিবন্ধন করতে হবে। প্রার্থীর বয়স ১৮-৩৯ বছর এর মধ্যে থাকতে হবে।
■ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমানের হতে হবে।
■ কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোকার যোগ্যতাসম্পন্ন প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। তাই প্রার্থীদেরকে কোরিয়ান ভাষায় প্রশিক্ষন গ্রহণ করা উত্তম। কোরিয়ান ভাষ্য পারদর্শীদের অনলাইন নিবন্ধনের মাধ্যমে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ভাষা পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ রয়েছে
■ বিমানভাড়াসহ অন্যান্য বায় প্রায় ১.১০,২০০/- (এক লক্ষ দশ হাজার দুইশ) টাকা জর্ডানে মহিলা গার্মেন্টস অপারেটর নিয়োগ জর্ডানের শ্রম আইনে নিযুক্ত এসব কর্মী বিনা খরচে থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা সুবিধাদি পেয়ে থাকে।
■ নির্বাচিত কর্মীদের মাসিক বেতন কমবেশী ২৫,০০০-৩৫,০০০ টাকাসহ আসা-যাওয়ার বিমান ভাড়া ও অন্যান্য সুবিধাদি নিয়োগকর্তা প্রমান করে থাকে।
■ প্রার্থীর বয়স ২০-৩৫ বছরের এর মধ্যে হতে হবে।
■ বোয়েসেল-এর ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রতি শুক্রবার সকাল ৮.০০ টা হতে নিম্নবর্ণিত ২টি স্থানে কর্মী বাছাই করা হয়।
১। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর-১, ঢাকা
২। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর-১, ঢাকা। জাপানে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ।
■ টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে নির্মাণখাত, কেয়ারগিভার এবং গার্মেন্টস খাতে কর্মী নিয়োগ কারা হয়ে থাকে। প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে, চাকরির মেয়াদ ০১ (এক) বছর ও নবায়নযোগ্য জাপানিজ ভাষায় দক্ষকা N5/N4 অথবা ১৮০ ঘন্টা ব্যাপী প্রশিক্ষণ প্রান করতে হবে। নির্বাচিত কর্মীদের মাসিক বেতন কোম্পানি ভেদে ১,১৫,০০০-১,৩০,০০০ টাকা। বিমানভাড়া কোম্পানি বহন করে থাকে। মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধাদি জাপান-এর প্রম আইন অনুযায়ী প্রদান করা হবে। অভিবাসন ব্যয় ৫৬,৩৫০/- (ছাপান্ন হাজার তিনশ পঞ্চাশ টাকা) ব্রুনাই-এ দক্ষ কর্মী নিয়োগ নিয়োগকর্তার চাহিদা মোতাবেক সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে।
প্রার্থীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে, চাকরির মেয়াদ ০২ বছর ও নবায়নযোগ্য।
বেতন: গড়ে ৪০-৫০ হাজার টাকা,
কর্মঘন্টা: দৈনিক ০৮ ঘন্টা, ওভারটাইম ব্রনাই-এর শ্রম আইন অনুযায়ী।
থাকা: কোম্পানি বহন করবে, খাবার। কর্মী বহন করবে। বিমান ভাড়া। কোম্পানি কর্তৃক প্রদান করা হবে।
মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধাদি ব্রুনাই-এর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
অনলাইন ফি একশ টাকা প্রদান সাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করে অনলাইনে ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়।
■ বোয়েসেল-এর সার্ভিস চার্জ স্বল্প দক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪,৮৫০/- টাকা ও দক্ষ/প্রফেশনাল কর্মীর ক্ষেত্রে ৫৬,৩৫০/-। সার্ভিস চার্জ ছাড়াও ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। এছাড়াও ফিজি, বুলগেরিয়া, রোমানিয়া, রাশিয়া ও ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশ হতে চাহিদা প্রাপ্তি সাপেক্ষে বোয়েসেল-এর মাধ্যমে বিদেশে কর্মী প্রেরণ করা হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোয়েসেল ওয়েবসাইটে প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীর যোগ্যতা ও চাকরির সুযোগ সুবিধা উল্লেখ করা হয়।
চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোন প্রকার ফি প্রদান করতে হয় না। বিদেশে চাকরির জন্য নিয়মিত বোয়েসেল-এর ওয়েবসাইটের www.boesl.gov.bd “নোটিশ বোর্ড” দেখুন এবং অনলাইনে সরাসরি আবেদন করুন। বোয়েসেল-এর কোন এজেন্ট, সাব-এজেন্ট বা প্রতিনিধি নেই এবং কর্মী নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিদেশ যাওয়ার সার্কুলার ২০২৪
যোগাযোগের জন্য। ০২-৫৮৩১১৮৩৮, ০২-৪৮-৩১৯১২৫, ০২-৪৮৩১৭৫১৫, ০১৭৬৫৪১১৬৫৩ এবং প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে।