শিক্ষা নিউজ

দক্ষিণ কোরিয়ায় ভিসা আবেদন পদ্ধতি ২০২২ South Korea Lottery Result 2022 Eps boesl gov bd

দক্ষিণ কোরিয়ায় ভিসা আবেদন পদ্ধতি ২০২২ South Korea Lottery Result 2022 Eps boesl gov bd। দক্ষিণ কোরিয়ায় যেতে হলে অবশ্যই আবেদন করতে হয় এবং তারপর লটারির মাধ্যমে একজন কোরিয়াগামী প্রার্থীকে নির্বাচন করা হয়। মনে রাখবেন এইবার আবেদন প্রক্রিয়াকে দুইভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যারা কোরিয়ান ভাষায় পারদর্শী না বা অপারদর্শী অর্থাৎ কোরিয়ান ভাষা জানেন না তাদের জন্য আলাদা আবেদনের পদ্ধতি।

দক্ষিণ কোরিয়ান ভাষায় পারদর্শীদের আবেদনের যোগ্যতাঃ

আপনার শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি/সমমান থাকতে হবে,

আপনার বয়স ২৯/০৯/১৯৮২ থেকে ২৮/০৮/২০০৪ এর মধ্যে হতে হবে,

আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে ১ বছর থাকলে সবচেয়ে ভালো হবে,

আপনার কালার ব্লাইন্ডনেস ও রং বোঝার ক্ষমতা থাকতে হবে,

কোরিয় ভাষা পড়া, লেখা ও বুঝার সক্ষমতা থাকতে হবে,

আপনি কোনোরকম মাদকসেবি হতে পারবেন না,

আপনার বিরূদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা থাকতে পারবে না এবং এই রকম কোনো শাস্তির ভোগের আওতায় থাকা যাবে না,

আপনি এর আগে দক্ষিণ কোরিয়াতে অবৈধভাবে অবস্থান করেননি,

আপনার উপর কোনো দেশে অর্থাৎ বিদেশ যেতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই,

আপনি এর আগে কোরিয়াতে ই৯ বা ই১০ ভিসায় ৫ বছরের অধিক থাকেননি।

তো এই উপরোল্লিখিত শর্তগুলি যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলেই কেবল আপনি দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন বা আবেদনের যোগ্য হবেন।

দক্ষিণ কোরিয়ান ভাষা অপারদর্শীদের আবেদনের যোগ্যতাঃ

আপনার শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি/সমমান থাকতে হবে,

আপনার বয়স ২৯/০৯/১৯৮২ থেকে ২৮/০৮/২০০৪ এর মধ্যে হতে হবে,

আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে ১ বছর থাকলে সবচেয়ে ভালো হবে,

আপনার কালার ব্লাইন্ডনেস ও রং বোঝার ক্ষমতা থাকতে হবে,

আপনি কোনোরকম মাদকসেবি হতে পারবেন না,

আপনার বিরূদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা থাকতে পারবে না এবং এই রকম কোনো শাস্তির ভোগের আওতায় থাকা যাবে না,

আপনি এর আগে দক্ষিণ কোরিয়াতে অবৈধভাবে অবস্থান করেননি,

আপনার উপর কোনো দেশে অর্থাৎ বিদেশ যেতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই,

আপনি এর আগে কোরিয়াতে ই৯ বা ই১০ ভিসায় ৫ বছরের অধিক থাকেননি,

প্রাথমিক এই আবেদনে আপনার কোনো কোরিয়ান ভাষা জানা লাগবে না। (তবে হ্যাঁ নির্বাচিত হওয়ার পর অবশ্যই কোরিয়ান ভাষা পড়তে, লিখতে ও বুঝতে জানতে হবে।)

তো এই উপরোল্লিখিত শর্তগুলি যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলেই কেবল আপনি দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন বা আবেদনের যোগ্য হবেন।

দক্ষিণ কোরিয়ায় ভিসা আবেদন পদ্ধতি ২০২২

দক্ষিণ কোরিয় ভাষা অপারদর্শীদের কোরিয়ায় যাওয়ার জন্য আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি কোরিয়ায় যেতে চান এবং নিজের স্বপ্ন পূরণ করতে চান তাহলে এই http://eps.boesl.gov.bd লিংকে প্রবেশ করে আবেদন করা শুরু করে দিন। উল্লেখ্য কোরিয়ান ভাষা জানা না থাকা ব্যাক্তিদের এখানে আবেদন করতে হলে ২৯/০৮/২০২২ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকা থেকে ৩১/০৮/২০২২ বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন।  এটি প্রাথমিক নিবন্ধন।

আবেদনের ফি হচ্ছে মোট ৫০০ (পাঁচশত টাকা মাত্র) এর সাথে বিকাশ চাঁর্জ বাবদ ৫.৭৫ পয়সা কাটবে। তাই আপনার বিকাশ একাউন্টে সেই পরিমাণ টাকা রাখতে হবে। আর এই টাকা পরিশোধ করার জন্য অবশ্যই বিকাশ অ্যাপের ব্যবহার করতে হবে বা বিকাশ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

কোরিয় ভাষায় অপারদর্শীদের কোরিয়ায় যাওয়ার জন্য আবেদনেরে সময় নির্ধারিত সাইজে ছবি ও পাসপোর্ট কপি দিতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply