ভর্তি তথ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২৷ জগন্নাথ বিশ্ববিদ্যালযয়ের অধীনে ০৪(চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি তথ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২।  Jagannath University JNU Honours 1st Year Admission Notice And Result 2021-2022 Session Download has been published today.

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (২০২১-২২) শিক্ষাবর্ষে ভর্তির জন্য সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে ৪৩ হাজার ৪২৭ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করেছেন। শুক্রবার সমন্বিত গুচ্ছ কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকোশলী মো. ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর প্রথম মেরিট লিস্ট প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়টি। মো. ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ১৫৫টি। এর বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৮৪৯জন।

২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। প্রতি ইউনিটের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ও‌হেদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালযয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। জবিতে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন করা যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

আরো পড়ুন- সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ০৪(চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য যােগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info আবেদন আহ্বান করছে।

আবেদনের যােগ্যতা :

যে সকল শিক্ষার্থী ২০১৮ বা ২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০১৮ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে।

• ইউনিট-১ বা বিজ্ঞানঃ বিজ্ঞান শাখায় ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জন্য ন্যূনতম মোট জিপিএ-৮ থাকতে হবে।

• ইউনিট-২ বা মানবিকঃ মানবিক শাখায় আবেদনে প্রয়োজন ন্যূনতম মোট জিপিএ-৭ ।

• ইউনিট-৩ বা বাণিজ্যঃ বাণিজ্য শাখার জন্য ন্যূনতম মোট জিপিএ-৭.৫ থাকতে হবে শিক্ষার্থীদের।

• নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তির আবেদনের জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মোট জিপিএ-৭ থাকতে হবে।

• দুই পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ-৩ এর কম হলে এ তিন ইউনিটে আবেদন করতে পরবেন না শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান পরীক্ষার পদ্ধতি :

লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে । পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

পরীক্ষার নম্বর বণ্টন :

•লিখিত পরীক্ষা ৭২ নম্বর
•এসএসসি থেকে ১২ নম্বর
•এইচএসসি থেকে ১৬ নম্বর
•মােট ১০০ নম্বর।

নিম্নে প্রদত্ত প্রতিটি ইউনিটে তিনটি বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেয়া হবে

ইউনিট-১ বিজ্ঞান শাখা

i) পদার্থবিজ্ঞান।
ii) রসায়ন
iii) গণিত অথবা জীববিজ্ঞান

ইউনিট-২ মানবিক শাখা

i) বাংলা।
ii) ইংরেজি
iii) বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব (শিল্প সাহিত্য অথবা আর্থ-সামাজিক বিষয়ে বাংলা এবং/অথবা ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে) এবং সাধারণ বুদ্ধিমত্তা

ইউনিট-৩ বাণিজ্য শাখা

i) হিসাব বিজ্ঞান।
ii) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়ােগ এবং গাণিতিক বুদ্ধিমত্তা
iii) ভাষাজ্ঞান (সমসাময়িক ব্যবসায় ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বাংলা এবং ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে)

* উপরােল্লিখিত ইউনিটসমূহে প্রত্যেক বিষয়ে লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন থাকবে ৬টি, প্রতিটি প্রশ্নের নম্বর ৪ করে প্রতি বিষয়ে মােট ৬x৪ = ২৪ নম্বর থাকবে এবং তিনটি বিষয়ে সর্বমােট নম্বর হবে ২৪x৩ = ৭২।

সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল এন্ড টেলিভিশন বিভাগ -এ ৪টি বিভাগে সম্মিলিত লিখিত পরীক্ষা হবে না। শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হবে। পরীক্ষার ধরন বিভাগই ঠিক করবে।

সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ -এ ৪টি বিভাগে নম্বর বন্টন হবে নিম্নরূপ :

•এসএসসি থেকে ২০ নম্বর
•এইচএসসি থেকে ৩০ নম্বর
•ব্যবহারিক এবং মৌখিক ৫০ নম্বর
•মােট ১০০ নম্বর

আবেদন পদ্ধতি :

ইউনিট-১ বিজ্ঞান শাখা, ইউনিট-২ মানবিক শাখা ও ইউনিট-৩ বাণিজ্য শাখাতে আবেদন করার জন্য http://admission.jnu.ac.bd অথবা http:// admissionjnu.info ওয়েবসাইটে login করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রােল নম্বর, শিক্ষা বাের্ডের নাম, পাসের সন এবং নিজস্ব মােবাইল নম্বর দিতে হবে। উল্লিখিত তথ্যগুলাে সঠিকভাবে Input দেয়ার পর Submit button এ ক্লিক করতে হবে। আবেদনের জন্য যােগ্য বিবেচিত হলে আবেদনকারীকে একটি Application ID দেয়া হবে এবং তা সংরক্ষণ করতে হবে।
উক্ত Application ID Number দিয়ে bKash অথবা SureCash অথবা Rocket মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০/- টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হবে।

প্রাথমিকভাবে আবেদনের সময়কাল :

ইউনিট-১ বিজ্ঞান শাখা, ইউনিট-২ মানবিক শাখা ও ইউনিট-৩ বাণিজ্য শাখার ক্ষেত্রে : ১ আগস্ট দুপুর ১২টা থেকে ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবেন।

প্রাথমিক বাছাই :

আবেদনের নির্ধারিত তারিখ (যা উপরে উল্লেখ করা হয়েছে) শেষ হলে পরে যারা ১০০/- টাকা দিয়ে আবেদন করেছেন, তাদের মধ্য থেকে প্রতি ইউনিটে মেধার ভিত্তিতে ২৫ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে। ২৫ হাজার ভর্তিচ্ছ ছাত্র/ছাত্রী বাছাই করার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মােট নম্বরকে (৪র্থ বিষয়সহ) ভিত্তি করে যােগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে।

যদি একই পয়েন্ট নম্বর প্রাপ্ত ২৫ হাজারতম প্রার্থী একাধিক হয় তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে। পরীক্ষা দেয়ার জন্য যােগ্য প্রাথমিকভাবে বাছাইকৃত ত্রিশ হাজার
পরীক্ষার্থীর নাম ও রােল নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রদানকৃত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমেও জানিয়ে দেয়া হবে। আরাে উল্লেখ্য যে, প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটের ত্রিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবে। এই শর্ত পােষ্য কোটাসহ সকল কোটার ক্ষেত্রে প্রযােজ্য হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি পরীক্ষা ফি বাবদ bKash অথবা SureCash অথবা Rocket মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৬০০/- টাকা জমা দিতে হবে।

সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল এন্ড টেলিভিশন বিভাগে ভর্তির আবেদন পদ্ধতি :

সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে আবেদন করার জন্য http://admission.jnu.ac.bd অথবা http://
admissionjnu.info ওয়েবসাইটে login করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রােল নম্বর, শিক্ষা বাের্ডের নাম, পাসের সন এবং নিজস্ব মােবাইল নম্বর দিতে হবে। উল্লিখিত তথ্যগুলাে সঠিকভাবে Input দেয়ার পর Submit button এ ক্লিক করতে হবে। আবেদনের জন্য যােগ্য বিবেচিত হলে আবেদনকারীকে একটি Application ID দেয়া হবে এবং তা সংরক্ষণ করতে হবে। একজন আবেদনকারী নিজেকে ব্যবহারিক পরীক্ষার জন্য যােগ্য মনে করলে সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, নাট্যকলা বিভাগ, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ-এই ৪টি বিভাগেই আলাদাভাবে আবেদন করতে পারবে। প্রতিটি বিভাগে ভর্তি পরীক্ষায় (ব্যবহারিক এবং
মৌখিক) অংশগ্রহণ করার জন্য (যােগ্য আবেদনকারীকে) ভর্তি পরীক্ষা ফি বাবদ bKash অথবা SureCash অথবা Rocket মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৫০০/- টাকা জমা দিতে হবে।

প্রাথমিকভাবে বাছাইকৃত ত্রিশ হাজার আবেদনকারীর করণীয় :

• ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৬০০/- টাকা জমা দিতে হবে।

• এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রােল নম্বর এবং JnU Admission System থেকে প্রদানকৃত Application ID Number ব্যবহার করে JnU Admission ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info) login করতে হবে ।

• login করার পরে আবেদনকারীর পাসপাের্ট সাইজের রঙিন ছবি (যার Background সাদা ৩০০x৩০০ পিক্সেল সর্বোচ্চ ১৫০ kb সাইজ, JPG ফরম্যাট) এবং স্বাক্ষর (৩০০x৮০পিক্সেল) Upload করতে হবে।

• কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীর কোটাভুক্ত হওয়ার জন্য কোটা সংক্রান্ত নির্ধারিত তথ্য Upload করতে হবে, যেমন : মুক্তিযােদ্ধার সন্তান কোটা (FFQ)/ মুক্তিযােদ্ধার নাতি-নাতনি কোটা (FFG)/ পােষ্য(ওয়ার্ড) কোটা (WQ)/ উপজাতি কোটা (TQ)/
শারীরিক প্রতিবন্ধী কোটা (PDQ)/ খেলােয়াড় কোটা (BKSP) উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে আবেদন করার সময় কোটা উল্লেখ না করলে পরবর্তীতে কোটাভুক্তির আবেদন বিবেচনা করা হবে না।

• পূরণকৃত ফরমে যে তথ্য দেয়া হয়েছে তা পুনরায় চেক করতে হবে। মনে রাখতে হবে Final Submit Button-এ Click করার পর পূরণকৃত ফরমের কোন তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button-এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button-এ Click করতে হবে। অতঃপর প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে প্রত্যবেক্ষক-কে প্রদর্শন করতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি-এর পরিমাণ ও জমা দেয়ার পদ্ধতি :

• JnU Admission System থেকে প্রদানকৃত Application ID Number ব্যবহার করে bKash অথবা SureCash অথবা Rocket মােবাইল ব্যাংকিং-এর যে কোন একটি মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি জমা দেয়া যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফির পরিমাণ হবে নিম্নরূপ:

(i) প্রাথমিক আবেদনের জন্য : bKash এ ১০০/- টাকা জমা দেয়ার জন্য সার্ভিস চার্জসহ ১০১/- টাকা, SureCash এ ১০০/- টাকা জমা দেয়ার জন্য ১০০/- টাকা +  সার্ভিস চার্জ ৪/- টাকা, Rocket এ ১০০/- টাকা জমা দেয়ার জন্য ১০০/- টাকা + সার্ভিস চার্জ ১/- টাকা জমা দিতে হবে।

(ii) ৪টি বিভাগে শুধুমাত্র ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য : bKash এ ৫০০/- টাকা সার্ভিস চার্জসহ ৫০৪/- টাকা, SureCash এ ৫০০/- টাকা + সার্ভিস চার্জ ৪/- টাকা এবং Rocket এ ৫০০/- টাকা + সার্ভিস চার্জ ৪/- টাকা জমা দিতে হবে।

(iii) ইউনিট-১ বিজ্ঞান শাখা, ইউনিট-২ মানবিক শাখা, ইউনিট-৩ বাণিজ্য শাখায় প্রাথমিকভাবে বাছাইকৃতদের জন্য : bKash এ ৬০০/- টাকা সার্ভিস চার্জসহ ৬০৫/- টাকা, SureCash এ ৬০০/- টাকা + সার্ভিস চার্জ ৫/- টাকা এবং Rocket এ
৬০০/- টাকা + সার্ভিস চার্জ ৫/- টাকা জমা দিতে হবে।

আবেদনের বিস্তারিত সময়সূচী

• আবেদনকারীর প্রাথমিক বাছাইয়ের জন্য ১০০ টাকা জমা দিয়ে আবেদন করার তারিখঃ  ১ আগস্ট দুপুর ১২টা থেকে ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত

• প্রাথমিকভাবে বাছাইকৃত ২৫ হাজার আবেদনকারীকে লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি পরীক্ষা ফি বাবদ ৬০০/- টাকা জমা দেওয়ার তারিখঃ ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে ০২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত

• নির্ধারিত জিপিএ ধারী একজন আবেদনকারী নিজেকে যােগ্য মনে করলে ৪টি বিভাগেই আলাদাভাবে আবেদন করতে পারবে। প্রতিটি বিভাগে ভর্তি পরীক্ষায় (ব্যবহারিক এবং মৌখিক) অংশগ্রহণের জন্য ৫০০/- টাকা জমা দেওয়ার তারিখঃ ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে ০২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ভর্তি পরীক্ষার সময়সূচি :

আর আগামী ১৪ বিজ্ঞান শাখার, ২০ মানবিক শাখার, ২১ সেপ্টেম্বর বাণিজ্য শাখার লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বিশেষায়িত বিভাগগুলোর ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তির পরীক্ষার বিস্তারিত  সময়সূচি উপরের নোটিশ থেকে দেখে নিন।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীর করণীয় :

• সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, আবেদনের সময় প্রদত্ত মােবাইল নম্বরে SMS, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পরীক্ষার শুরুর দুইদিন পূর্বে জানানাে হবে। পরীক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে/আসনেই পরীক্ষা দিতে হবে।

• Admit Card ছাড়া কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থীকে Admit Card টি ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার হলে দায়িত্বরত প্রত্যবেক্ষকের নিকট উপস্থাপন করতে হবে এবং তাতে প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষর করিয়ে নিতে হবে। প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরকৃত Admit Card টি পরীক্ষার্থীকে সংরক্ষণ করতে হবে কারণ পরবর্তীতে ভর্তির সময় প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত Admit Card টি প্রয়ােজন হবে।

• Admit Card-এর ছবির সাথে শিক্ষার্থীর মিল না থাকলে তার ভর্তি পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

• পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ। এ ধরনের কোন সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ পরীক্ষা বাতিল করা হবে।

বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ/ইনস্টিটিউট ও আসনসংখ্যা :

ইউনিট-১ বিজ্ঞান শাখা :

পদার্থবিজ্ঞান-৮০টি, রসায়ন-৮০টি, গণিত-৮০টি, পরিসংখ্যান-৮০টি, প্রাণিবিদ্যা-৮০টি, উদ্ভিদবিজ্ঞান-৮০টি, ভূগােল ও পরিবেশ-৮০টি,
মনােবিজ্ঞান-৮০টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-৫০টি, অণুজীব বিজ্ঞান-৪০টি, ফার্মেসী-৩৫টি, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান-৩০টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ােটেকনােলজি-৩০টি।
•মােট আসন সংখ্যা-৮২৫টি।

ইউনিট-২ মানবিক শাখা:

বাংলা-৮০টি, ইংরেজি-৮০টি, ইতিহাস-৮০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-৮০টি, ইসলামিক স্টাডিজ-৮০টি, দর্শন-৮০টি, আইন ৮০টি, ভূমি
ব্যবস্থাপনা ও আইন – ৬০টি, এডুকেশন (আই.ই.আর.)- ৫০টি, ইংলিশ ল্যাংগুয়েজ (আই.এম.এল.)- ৪০টি, অর্থনীতি-৮০টি, রাষ্ট্রবিজ্ঞান- ৮০টি, সমাজবিজ্ঞান-৮০টি, সমাজকর্ম-৮০টি, নৃবিজ্ঞান-৮০টি, গণযােগাযােগ ও সাংবাদিকতা-৮০টি, লােক প্রশাসন-৮০টি।
•মােট আসন সংখ্যা-১২৭০টি।

ইউনিট-৩ বাণিজ্য শাখা :

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্-১৬০টি, ম্যানেজমেন্ট স্টাডিজ-১৬০টি, মার্কেটিং-১০০টি, ফিন্যান্স-১০০টি। মােট আসন সংখ্যা-৫২০টি।

বিশেষায়িত বিভাগ :

সংগীত-৪০টি, চারুকলা-৪০টি, নাট্যকলা-৪০টি, ফিল্ম এন্ড টেলিভিশন-৩০টি। মােট আসন সংখ্যা-১৫০টি। সর্বমােট আসন সংখ্যা=২৭৬৫টি।

বিষয় পছন্দক্রম নির্ধারণ :

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে মেধা তালিকা প্রকাশের পর আবেদনকারী বিষয় পছন্দ (Subject Choice) করার সুযােগ পাবে। আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলাে বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু ছাত্রছাত্রীকে ভেবেচিন্তে বিষয়ক্রম সাজাতে হবে।

মেধা তালিকা প্রস্তুতকরণ

ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। মেধা ও ছাত্রছাত্রীদের দেয়া বিষয় পছন্দক্রমের সমন্বয়ে তৈরি চূড়ান্ত মেধা তালিকার মাধ্যমে বিভাগভিত্তিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info)-এ পাওয়া যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২৷ জগন্নাথ বিশ্ববিদ্যালযয়ের অধীনে ০৪(চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি তথ্য।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে http://admissionjnu.info/ ক্লিক করুন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group