জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রায়ােগিক শিক্ষার বিস্তার ঘটানাে আবশ্যক: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান বলেছেন, ‘কর্মমুখী ও দক্ষতাভিত্ত্কিক শিক্ষা নিশ্চিত করতে প্রায়ােগিক শিক্ষার বিস্তার ঘটানা আবশ্যক। তা না হলে আমাদের বিপুল জনগােষ্ঠীকে দক্ষ করে গড়ে তােলা অসম্ভব হয়ে পড়বে। দেশব্যাপী ব্যবহারিক ও প্রায়ােগিক শিক্ষার বিস্কুতি ঘটাতে পারলেই আমরা শিক্ষার কাজ্বিত লক্ষ্য অর্জন করতে পারবাে।

আজ বৃহস্পতিবার (২৭অক্টোবর) কক্সবাজারে ‘পর্যটন শিল্পের সঙ্গে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের যোগসূত্র বৃদ্ধি বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালার প্রথম দিনের সেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। রেস্ট হাউজ জল তরঙ্গে এই কর্মশালার আয়ােজন করা হয়। ‘এনহ্যান্সিং অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজ ইন ট্যুরিজম অ্যান্ড বুক লন্সিং শীর্ষক কর্মশালা সকাল সাড়ে ৯টায় শুরু হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, দক্ষতা ও প্রায়াোগিক শিক্ষা প্রসারের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পিজিডি ও শর্ট কোর্স চালু করতে যাচ্ছে। এরফলে পর্যটন থেকে শুরু করে সবক্ষেত্রে কর্মসংস্থানে বৈপ্লবিক পরিবর্তন সৃচিত হবে। সকাল থেকে শুরু হওয়া কর্মশালার প্রথম সেশনে ‘বাংলাদেশে পর্যটনের প্রসার এবং ব্রান্ডিং’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান।

এছাড়া ট্যুরিজমে মানবসম্পদ উন্নয়ন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টু্ুরিজম বাের্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

অন্যান্যদের মধ্যে প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজারের শ্যামন বিচ রিসাের্টের রুমস ডিভিশন ম্যানেজার সৈয়দ কামরুল হাসান, কক্সবাজারের শ্যামন বিচ রিসাের্টের ফুড অ্যান্ড বেবভারেজের ম্যানেজার মােহাম্মদ ইমরান হােসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টু্ুরিজম বিভাগের শিক্ষক ড. মো. আনােয়ার হােসেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্লাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফোসর ড. মাে. নাসির উদ্দিন।

ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন স্লাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র ডিন প্রফেসর মােহাম্মদ বিন কাশেম।

কর্মশালায় উপস্থিত ছিলেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মােল্লা মাহযফুজ আল-হাসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আবদুল মালেক সরকারসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *