ভর্তি তথ্যসকল ভর্তি খবর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাভাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়.২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (ইঞ্জিঃ/সম্মান), বি.বি.এ. ও বি-ফার্ম, প্রফেশনাল প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাভাবিপ্রবি ভর্তি তথ্য ২০১৯-২০২০।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া হয়ে চলবে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

আগ্রহী ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটের (mbstu-admission.net) মাধ্যমে আবেদন করতে পারবেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন ২১ সেপ্টেম্বর ২০১৯ সকাল ০৯:০০ হতে শুরু হবে যা চলবে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে A, B, C ও D ইউনিটসমূহে অন্তর্ভুক্ত বিভাগগুলােতে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (ইঞ্জিঃ/সম্মান), বি,বি,এ, ও ৫ (পাঁচ) বছর মেয়াদি বি.ফার্ম, প্রফেশনাল প্রােগ্রামে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।

ভর্তির আবেদন mbstu-admission.org ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন ফি বিকাশ
(bKash)/রকেট (৩ ৯)/শিওরক্যাশ (SureCash) মােৰাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদন ফি A, B, C ও D ইউনিটের প্রতিটির জন্য ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা। আবেদন ফি ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা ব্যতিত অন্য কোনাে অতিরিক্ত ফি প্রদান করতে হবে না।

আবেদনের সময়সীমাঃ ২১ সেপ্টেম্বর ২০১৯ সকাল ০৯:০০ হতে ৩১ অক্টোবর ২০১৯ রাত ১১:৫৯ পর্যন্ত (যেকোনাে দিন যেকোনাে সময়)।

ইউনিটভিত্তিক বিভিন্ন অনুষদ ও বিভাগ

ইউনিট A ইঞ্জিনিয়ারিং অনুষদ

• কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
• ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি (আইসিটি)।
• টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই)

ইউনিট B লাইফ সায়েন্স অনুষদ

• এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসাের্স
• ম্যানেজমেন্ট (ইএসআরএম)
• ক্রিমিনােলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস)।
• ফুড টেকনােলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস)
• বায়োটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই)
• বায়ােকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়ােলজি (বিএমবি)

ইউনিট C সায়েন্স অনুষদ

• রসায়ন
• গণিত
• পদার্থবিজ্ঞান
• পরিসংখ্যান

ইউনিট D

বিজনেস স্টাডিজ অনুষদ: হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা
সােস্যাল সায়েন্স অনুষদ: অর্থনীতি।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যােগ্যতা:

• ২০১৬ বা ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র- ছাত্রীগণ আবেদন করতে পারবে। তবে আবেদনকারীর অবশ্যই উভয় পরীক্ষায় পৃথকভাবে ৪র্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমােট ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে।

• বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ A, B, C ও D ইউনিটে এবং মানবিক শাখা ও বাণিজ্য শাখা হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ শুধুমাত্র D ইউনিটে আবেদন করতে পারবে।

• A ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। B ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। অধিকন্তু ফার্মেসি বিভাগে এবং বায়ােকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়ােলজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের এইচএসসি/ সমমানের পরীক্ষায় গণিতেও ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। C ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

• O-Level ও A-Level পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের GCE এর ক্ষেত্রে আই.জি.সি.এস.ই (০ লেভেল) এ কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আই.এ.এল (A লেভেল) এ কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।

• ২০১৬ সালের পূর্বে এসএসসি/জিসিই O-Level/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে না।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাভাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১


ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী (শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে)।

• ওয়েবসাইটে (www.mbstu-admission.org) আবেদনকারীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পাশের সাল, বাের্ড ও রােল নম্বর প্রদান করার পর যে সকল ইউনিটের শর্তাবলী পূরণ করে তা দেখানাে হবে।

• এরপর আবেদনকারীকে মােবাইল নম্বর দিয়ে Registration বাটনে ক্লিক করতে হবে। প্রদানকৃত মােবাইল নম্বরে আবেদনকারীকে SMS এর মাধ্যমে UserID ও Password প্রদান করা হবে।

• সফলভাবে রেজিস্ট্রেশন করার পর ইউনিট সিলেক্ট করে বিকাশ/রকেট/শিওরক্যাশ মােবাইল ব্যাংকিং এর যে কোনাে একটির মাধ্যমে নির্ধারিত আবেদন ফি (৫৫০ টাকা) প্রদান করে আবেদন করতে হবে।

• এরপর ছবি ও স্বাক্ষর Upload করে Admit Card ডাউনলােড করতে হবে।

• একাধিক ইউনিটে আবেদন করার জন্য ইউনিট সিলেক্ট করে উপরােক্ত ধাপ পূনরায় সম্পন্তা করতে হবে।

আরো পড়ুন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল ২০১৯-২০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাভাবিপ্রবিতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাভাবিপ্রবি ভর্তি তথ্য।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group