জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)/ ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE)/ বিএসসি ইন অ্যাভিয়েশন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি তথ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৩।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলজেসমূহে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল প্রোগ্রামের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)/ ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) /বিএসসি ইন অ্যাভিয়েশন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণের তারিখ  ১২ জুলাই বিকাল ৪ টা থেকে থেকে ৩০ জুলাই ২০২৩ রাত ১২ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- টাকাসহ প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত কলেজে জমা ৩১ জুলাই মধ্যে দিতে হবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তির আবেদনের সাধারণ যােগ্যতা

• বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮/২০১৯/২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান থেকে জিপিএ ৩.০০, এবং ২০২০/২০২১/২০২২ সালের এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২১ বা ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত (রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্ত) কোন শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রফেশনাল বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে।

• একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি

• অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখঃ ১২/০৭/২০২৩ থেকে ৩০/০৭/২০২৩

• প্রার্থীর প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির ২৫০/-  টাকা ও কাগজপত্রসহ কলেজে জমা দেয়ার তারিখ: ১৩/০৭/২০২৩ থেকে ৩১/০৭/২০২৩

• কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ: ১৩/০৭/২০২৩ থেকে ১/০৮/২০২৩

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিষয় ও কলেজসমূহ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়

• আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Professional tab-এ গিয়ে Apply Now (Hons. Professional) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বাের্ড/বিশ্ববিদ্যালয় ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

• ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female বা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক তথ্যটি এন্ট্রি দিতে হবে।

• এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যােগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি যােগ্য কোর্সসমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে।

• মুক্তিযােদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পােষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযােজ্য কোটা Select করতে হবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যােগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে।

• ফরম পূরণের সময় আবেদনকারীর সম্প্রতি তােলা পাসপাের্ট আকারে রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb, প্রার্থীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলােড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

• সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রােল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে [A4 (8.5”×11) অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে।

• আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ শিক্ষার্থীকে ফেরত দেয়া হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তির কলেজসমূহের নাম

বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ভর্তির কলেজসমূহ

• ঢাকা সিটি কলেজ,ধানমন্ডি,ঢাকা
• নিউ মডেল ডিগ্রী কলেজ,ঢাকা
• আইডিয়াল কলেজ ,ঢাকা
• আহসান উল্লাহ ইনস্টিটিউট,মিরপুর
• ঢাকা কমার্স কলেজ,ঢাকা
• মিরপুর কলেজ,মিরপুর
• ঢাকা মহানগর মহিলা কলেজ,ঢাকা
• আই এস টি, ধানমন্ডি,ঢাকা
• নর্দান কলেজ,আসাদগেইট,ঢাকা
• ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট,ঢাকা
• আইডিয়াল ইনস্টিটিউট ,মিরপুর
• উত্তরা ইনস্টিটিউট অব বিজনেস টেকনােলজি,ঢাকা
• তেজগাঁও কলেজ,ঢাকা
• শেখ বােরহানুদ্দিন কলেজ,নাজিমুদ্দিন রােড,ঢাকা
• মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ,ঢাকা
• হাবিবুল্লাহ বাহার কলেজ,ঢাকা
• আই এস টি টি, ঢাকা
• বি আই এস টি, রমনা ,ঢাকা
• ডি আই আই টি ,কলাবাগান, ঢাকা
• আলহাজ্ব মকবুল হােসেন ডিগ্রী কলেজ,ঢাকা
• এম আই এস টি, গাজীপুর
• কলেজ অব টেকনােলজি,নারায়ণগঞ্জ
• স্টেট ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্টেশন এন্ড কম্পিউটার সায়েন্স কলেজ,ময়মনসিংহ
• কলেজ অব বিজনেস সায়েন্স এড টেকনােলজি (সিবিএসটি),ময়মনসিংহ
• হ্যাবিট ইনস্টিটিউট,মসজিদ রােড টাংগাইল
• গ্লোবাল ইনস্টিটিউট,টাংগাইল
• জান্নাত আরা হেনরি সায়েন্স এন্ড টেকনােলজি কলেজ,সিরাজগঞ্জ
• এন হক কলেজ অব বিজনেস এন্ড টেকনােলজি,গােপালগঞ্জ
• খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়,খুলনা
• কুষ্টিয়া হাজী আবুল হােসেন ইনস্টিটিউট অব টেকনােলজি
• ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ,রংপুর
• নর্থ বেঙ্গল ইনস্টিটিউট ,রংপুর
• বরিশার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনােলজি,বরিশাল
• বরিশাল ইনফরমেশন টেকনােলজি কলেজ,বরিশাল
• কক্সবাজার সরকারি সিটি কলেজ,কক্সবাজার

বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভর্তির কলেজসমূহ

• ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (IST), ধানমন্ডি, ঢাকা।
• বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (BIST), রমনা, ঢাকা।
• ইনস্টিটিউট অব ট্রেড এন্ড টেকনােলজি (আইএসটিটি), মিরপুর,ঢাকা।
• আহসানউল্লাহ ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজী (AIICT),ঢাকা
• ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (NIST),ঢাকা

বিএসসসি অনার্স ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভর্তির কলেজ-

• কলেজ অব এভিয়েশন টেকনোলজি, উত্তরা, ঢাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩।  বিএসসি অনার্স ইন ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) প্রোগ্রামে ভর্তি তথ্য ২০২২-২০২৩। বিএসসি ইন অ্যাভিয়েশন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group