ভর্তি তথ্যসকল ভর্তি খবর

সরকারি নার্সিং কলেজে বিএসসি নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পােস্ট বেসিক বিএসসি, নার্সিং ও বিএসসি, পাবলিক হেলথ নার্সিং কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে ০৫(পাঁচ)টি সরকারি নার্সিং কলেজে ০২(দুই) বছর মেয়াদী পােস্ট বেসিক বিএসসি, নার্সিং ও বিএসসি, পাবলিক হেলথ নার্সিং কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য অন-লাইনে আবেদন রেজিস্ট্রেশন আহ্বান করা হচ্ছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৫টি সরকারি নার্সিং কলেজের নাম

• কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা।
• ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম।
• বগুড়া নার্সিং কলেজ, বগুড়া।
• খুলনা নার্সিং কলেজ, খুলনা।
• সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুর।

আরো পড়ুন- সরকারি ও বেসরকারি নার্সিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২২-২৩

বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্য প্রার্থীর যােগ্যতাঃ

বাংলাদেশী প্রার্থীঃ
• এসএসসি বা সমমান/ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
• ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ ডিপ্লোমা ইন নার্সিং বা সমমান।
• বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত।
• সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স নার্স পদে কমপক্ষে ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার স্বপক্ষে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আছে কিনা তা অন-লাইন আবেদনে উল্লেখ করতে হবে।
• বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে চাকরীর অভিজ্ঞতা শিথিলযােগ্য।

বিদেশী প্রার্থী
• মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস।
• ডিপ্লোমা ইন নার্সিং পাস।
• সংশ্লিষ্ট দেশের নার্সিং কাউন্সিল থেকে হাল নাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত।
• ডিপ্লোমা ইন নার্সিং পাসের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২(দুই) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
• উপযুক্ত চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র।
• বিদেশী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত বিদেশী প্রার্থীদের একটি কমিটির মাধ্যমে মূল্যায়ণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমােদন সাপেক্ষে সংশ্লিষ্ট নার্সিং কলেজে ভর্তি করা হবে।

আরো পড়ুন- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ভর্তি পরীক্ষার ফল ২০২২-২০২৩

আবেদন, প্রবেশপত্র সংগ্রহ ও ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচীঃ

অন-লাইন আবেদন (Application) শুরুর তারিখ: ১৫ মার্চ ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা হতে

অন-লাইন আবেদনের (Application) শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৩ রাত ১১.৫৯মিনিট পর্যন্ত

সরকারি নার্সিং কলেজে বিএসসি নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

অন-লাইনে আবেদেনপত্র পূরণ ও ভর্তি পরীক্ষার ফি জমাদানের নিয়মাবলীঃ

• প্রার্থীকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের Web Address www.dgnm.gov.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অন-লাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করবেন। অবশ্যই ফর্ম পূরণের পূর্বে প্রার্থী Instructions & Advertisement Download করে প্রতিটি নির্দেশনা ভাল করে আয়ত্ত করে নিবেন।

• শুধুমাত্র Application ID (এ্যাপলিকেশন আইডি) প্রাপ্ত প্রার্থীগণ Application ID প্রাপ্তীর পর Bkash এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৭০০/-(পাঁচশত) টাকা মাত্র জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র পূরণ করা যাবে না।

বিএসসি নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষার ফি প্রদানঃ

অন লাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ পূর্বক নির্দেশনামতে হবি এবং প্রার্থীর স্বাক্ষর আপলােড (Upload) করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সাবমিশন (Submission) সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট (Submit) করা সম্পন্ন হলে প্রার্থী Application ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy Download পূর্বক প্রিন্ট করে তা সংরক্ষণ করতে হবে।

• আবেদনের ওয়েব সাইট www.dgnm.gov.bd এর লগইন অপশন থেকে আবেদন নম্বর (Application ID) এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুনঃ

• ১ম ধাপ- বিকাশ পেমেন্ট বাটনে ক্লিক করুন। একটি স্ক্রীন দেখা যাবে, উক্ত স্ক্রীনে আপনার বিকাশ একাউন্ট নম্বর দিন এবং শর্তাবলীতে সম্মতি নিয়ে পরবর্তী ধাপে যান;

• ২য় ধাপ- বিকাশ আপনার একাউন্ট নম্বর হিসেবে ব্যবহৃত মােবাইল নম্বরে ৬(ছয়) সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রীনে দিয়ে পরবর্তী ধাপে যান।

• ৩য় ধাপ-এরপর আপনার বিকাশ একাউন্টের পিন (PIN) দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সম্পন্ন হলে সাথে সাথেই বিকাশ থেকে একটি কনফারমেশন এসএমএস পাবেন।

• ছবি আপলােড (Upload) : সদ্যতােলা পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি সাইজ ১০০ কেবি সাইজ- ৩০০ ৩০০ পিক্সেল .JPG ফরমেট এ আপলােড করতে হবে।

• প্রার্থীর স্বাক্ষর: আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে সাদা ব্যাক গ্রাইন্ড সাইজ ২৫০x ১৫০ পিক্সেল JPG ফরমেট এ আপলােড করতে হবে।

বিএসসি নার্সিং কোর্সে ভর্তির প্রবেশপত্র (Admit Card) :

প্রার্থী তার Application ID ও password নম্বর ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত প্রবেশপত্র (Admit Card) download করতে পারবেন।

সরকারি নার্সিং কলেজে বিএসসি নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষা

ভর্তিচ্ছুক প্রার্থীকে ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক (MCQ) প্রশ্নের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত| দৈনিক ভাতা প্রদান করা হবে না। পরীক্ষার হলে যে কোন প্রকার ইলেকট্রিক ডিভাইস(ক্যালকুলেটর, মােবাইল ফোন বা এ জাতীয় কোন যন্ত্রপাতি) সংগে আনা যাবে না। শুধুমাত্র পেন্সিল, কলম, রাবার, স্কেল ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

বিএসসি নার্সিং কোর্সে ভর্তিচ্ছু প্রার্থীকে অন-লাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘােষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য বা তার অংশ বিশেষ অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা কোন অযােগ্যতা পরিলক্ষিত হলে তার প্রার্থীতা এবং ভর্তি বাতিল বলে গণ্য হবে। তৎপরবর্তীতে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply