ভর্তি তথ্যসকল ভর্তি খবর

GST Admission গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি তথ্য ২০২৪

GST Admission গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি তথ্য ২০২৪: ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ থেকে। জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার চতুর্থ পর্যায়ের কার্যক্রম আজ রোববার (১১ ডিসেম্বর) শেষ হচ্ছে। গত বুধবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হয় অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম। শনিবার রাতে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও আজ বিকেল ৪টা পর্যন্ত কাগজপত্র জমা দেওয়া যাবে। এ পর্যায়ের মাধ্যমে অনেকের ভর্তির সুযোগ বন্ধ হচ্ছে।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

GST Admission গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি তথ্য ২০২৪

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত আবেদন শেষ আজ

চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে আবেদন করতে পারবেন।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ভর্তিতে করেছে ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন শেষ হবে। আর মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৭ নভেম্বর।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবা বিকাল ৪টা পর্যন্ত জবিতে ৩৮ হাজার ৮১০ জন আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার ৪৮৫টি, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৯ হাজার ৩৭২টি এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ৫ হাজার ৯৫৩টি। এছাড়াও ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ৬৬৩ জন, ফাইন আর্টসে ৮১৬ জন, থিয়েটারে ২৮৩ জন এবং মিউজিকে ২৯৩ জন আবেদন করেছেন।

আজ সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। দুপুর ১২টা থেকে শুরু হবে এ প্রক্রিয়া। আগামী ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। তবে ফি পরিশোধ করা যাবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরো পড়ুন- ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

জানা গেছে, প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশের পর চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত আবেদনকারী শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। শিক্ষার্থীদের পছন্দের ক্রমানুসারে কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে। যদি আবেদনকারী বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকেন তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয়সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

আবেদনকারী শিক্ষার্থীর ছবি বর্গাকার, হালকা এক রঙের ব্যাকগ্রাউন্ড ও ছবির সাইজ ১০০ কিলোবাইটের নির্ধারিত ফরম্যাটে থাকতে হবে।

জিএসটি ওয়েবসাইটের Apply to Individual University লিংকের মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের লিংক পাওয়া যাবে যা ব্যবহার করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে লগইন-এর জন্য GST Application ID এবং GST Password ব্যবহার করতে হবে। GST Application ID/ GST Password ভুলে গেলে শুধুমাত্র GST ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে।

আবেদনের কোন এক পর্যায়ে আবেদনকারীর মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করা হবে। কোন কারনে মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদনপূর্বক তা পরিবর্তন করা যাবে। GST গুচ্ছভূক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ GST-এর তিনটি ইউনিট A, B, C-এ বিভক্ত। যেকোন আবেদনকারী শুধুমাত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদনযোগ্য বিভাগসমূহে আবেদন করতে পারবে।

এর এগে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয় গত ২৫ আগস্ট। এ বছর মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। আর বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ বলেন, বিজ্ঞান বিভাগের নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী আবেদন না করলে, পরবর্তী সময়ে মেধাতালিকা প্রকাশ করে শিক্ষার্থীদের আবেদন চাওয়া হবে। এখন যারা মনোনীত হতে পারেননি, সে সময় তারা মনোনয়ন পেতে পারেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply