পরীক্ষা খবরভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর শুরু হতে যাচ্ছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। পরদিন ২ অক্টোবর ‘খ’ ইউনিটের, ২১ অক্টোবর ‘গ’ ইউনিটের, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের এবং ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক দিকটি লক্ষ্য রেখে এ বছর প্রথমবারের মতো দেশের সাত বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রবিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞার ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ৭ হাজার ১৪৮ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। তার মধ্যে, ক ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৫৭, আসন রয়েছে ১ হাজার ৮১৫, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ দশমিক ৯৯। খ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২। আসন রয়েছে ২ হাজার ৩৭৮, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ২০। গ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২৭ হাজার ৩৭৪। আসন রয়েছে ১ হাজার ২৫০, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ২১ দশমিক ৯। ঘ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৮১। আসন রয়েছে ১ হাজার ৫৭০, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ দশমিক ৮১। চ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ৪৯৬। আসন রয়েছে ১৩৫, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ১১৪ দশমিক ৭৯।

ঢাকা বিশ্ববিদ্যালযের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ৩০টি আসন বাড়ানো হয়েছে। এবার পাঁচ ইউনিটে আসন সংখ্যা ৭ হাজার ১৪৮ যা ২০১৯-২০ শিক্ষাবর্ষ ছিল ৭ হাজার ১১৮। সংশ্লিষ্ট অফিসে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘ঘ’ ইউনিটে এই আসন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদের আবহাওয়া বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

একারণে এখানে বিশটি আসন বেড়েছে। অপরদিকে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আধুনিক ভাষা ইনস্টিউটের ফ্রেঞ্চ ও জাপানিজ ভাষায় পাঁচটি করে সর্বমোট ১০টি আসন বাড়ানো হয়েছে।
যেখানে পূর্বের আসন ছিল ১০ করে।
২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে আসন ছিল ১৭৯৫ যা বর্তমানে ১ হাজার ৮১৫ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ছিল ১৫৬০ যা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৭০ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের সিনিয়র সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মনির হোসেন বলেন, আমাদের অনুষদে আইএমএলে ১০টি আসন বাড়ানো হয়েছে। অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আসন বাড়াতে ১০ জন মেধাবী শিক্ষার্থী সুযোগ পাবে। এটা ইতিবাচক বিষয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, এ বিষয়ে অনুষদ বা ইউনিটগুলো ভালো বলতে পারবে। তবে ‘ক’ ইউনিটে আবহাওয়া বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে নতুন করে ভর্তির কারণে বিশটি আসন বাড়ানো হয়ে থাকতে পারে। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদের সেকশন অফিসার রেজাউল করিম বাংলানিউজকে বলেন, আবহাওয়া বিজ্ঞান বিভাগে ২০টি আসন বাড়ানো হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply