ভর্তি তথ্য

কৃষি বিশ্ববিদ্যালয়ে এম.এস. মাস্টার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এপ্রিল-সেপ্টেম্বর ২০২০ (Summer Semester) সিমেস্টারে এম.এস. কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর মাস্টার্স এমএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি।

কৃষি বিশ্ববিদ্যালয়ে এম.এস. মাস্টার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এপ্রিল-সেপ্টেম্বর ২০২০ (Summer Semester) সিমেষ্টারে ভেটেরিনারি, কৃষি, পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, কৃষি প্রকৌশল ও কারিগরী, মাৎস্য বিজ্ঞান অনুষদের অন্তর্ভূক্ত বিভাগসমূহে এবং ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এর অধীনে MS in Sustainable Agriculture and Food Security বিষয়ে ৩ (তিন) সিমেষ্টার (১৮ মাস) মেয়াদী এম.এস. কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য যােগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ভর্তির জন্য নমূনতম শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য তথ্যাদি নিমে প্রদান করা হলােঃ

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ভর্তির ন্যূনতম শিক্ষাগত যােগ্যতা

• ভেটেরিনারি অনুষদের অন্তর্ভূক্ত বিভাগসমূহে ভর্তির জন্য ডি.ভি,এম, অথবা এম.বি.বি.এস./বি.ডি.এস. (from other recognized institutions, except students of Open University/National University/Private University) ডিগ্রীধারী হতে হবে।

• অন্যান্য অনুষদের সকল বিভাগে ভর্তির জন্য এ বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রী অথবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীর অনুরূপ ডিগ্রীধারী হতে হবে।

• ক্রেডিট কোর্স পদ্ধতিতে স্নাতক পাশকৃত প্রার্থীদেরকে জিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ২.৫ অথবা ৫ এর মধ্যে কমপক্ষে ৩.৫ থাকতে হবে এবং ভর্তিচ্ছু সংশ্লিষ্ট বিষয়ে B গ্রেড (জিপিএ ৩) অথবা Pre-requisite কোর্সসমূহে গড়ে B (বি) গ্রেড/(জিপিএ ৩) অথবা বার্ষিক পদ্ধতিতে পাশকৃত ছাত্র-ছাত্রীদের গড়ে কমপক্ষে ৫০% নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রী আবেদনের জন্য যােগ্য হবেন।

• স্ব-স্ব পাঠ্য পর্ষদ ভর্তিচ্ছু বিষয়ে ন্যূনতম B (বি) গ্রেড (জিপিএ ৩) অথবা প্রয়ােজনীয় Pre-requisite কোসিমূহ নির্ধারণ করে গড়ে B (বি) শ্রেড (জিপিএ ৩)/বার্ষিক পদ্ধতিতে পাশকৃত ছাত্র-ছাত্রীদের গড়ে কমপক্ষে ৫০% নম্বর প্রাপ্তদের ভর্তির জন্য সুপারিশ করবেন।

• উপরের শর্ত পূরণ সাপেক্ষে যাঁরা এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে কৃষি সম্প্রসারণ শিক্ষা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, কৃষি পরিসংখ্যাণ এবং গ্রামীণ সমাজবিজ্ঞান বিষয়সমূহের প্রতিটিতে সিমেস্টার পদ্ধতিতে নমূনতম ৪ (চার) ক্রেডিট অথবা বার্ষিক পদ্ধতিতে ন্যূনতম ১৫০ নম্বর অধ্যয়ন করে উত্তীর্ণ হয়েছে, তারা ঐ চারটি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির অন্যান্য তথ্যাদিঃ

• পূবালী ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বর শাখা, ময়মনসিংহ থেকে টাঃ ৭৫০.০০ (সাত শত) মাত্র প্রদান পূর্বক ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র ১১ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত সংগ্রহ এবং সংগৃহীত আবেদনপত্র যথাযথ
পূরণ পূর্বক ১১ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ভর্তি বিভাগে জমা দেয়াযাবে।

• আবেদনকারী আবেদনপত্রে তার পছন্দ ক্রমানুসারে ভর্তির লক্ষ্যে মােট দুইটি বিভাগ/বিষয়ের নাম উল্লেখ করতে পারবে।

• আবেদনপত্রের সাথে সকল পরীক্ষার সত্যায়িত সার্টিফিকেট, মার্কশীট এবং ১ কপি সাম্প্রতিক তােলা রঙ্গীন পাসপাের্ট সাইজ ছবি  সংযুক্ত হবে।

• অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে মাইগ্রেশন সাটিফিকেট সংযুক্ত করতে হবে।

• চাকুরীরত প্রার্থীদেরকে নিজ নিজ নিয়ােগকর্তার নিকট থেকে অধ্যয়নকালীন সময়ে ক্লাসে যােগদান এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম যথারীতি সম্পাদনের জন্য তিন সিমেস্টারব্যাপী সময়কাল অর্থাৎ ১৮ মাসের ছুটি প্রদান করা হবে”- এই মর্মে প্রত্যয়নপত্র/অফিস আদেশ সংযােজন করতে হবে। ভর্তির তারিখ হতে তিন মাসের মধ্যে ছুটির চুড়ান্ত কাগজপত্র জমা না দিলে ভর্তি আপনা-আপনি (Automatically stand cancelled) বাতিল বলে গণ্য হবে।

• প্রার্থীকে আবেদনপত্রের সাথে অন্য কোথাও ভর্তি নাই” এই মর্মে অঙ্গিকারনামা প্রদান করতে হবে।

• এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ নিয়মে এম,এস, কোর্সে দ্বিতীয় বার এম,এস, ডিগ্রী অর্জনের লক্ষ্যে ছাত্র-ছাত্রী ভর্তির কোন সুযােগ নেই। তবে, বিশেষ ক্ষেত্র হিসেবে বিশেষ বিবেচনায় ছাত্র-ছাত্রীদের বিষয় ভিত্তিক প্রয়ােজনীয়তার নিরিখে তাদের
নিয়ােগকর্তা কর্তৃক সুপারিশের আলােকে এর Merit বিবেচনায় ৫ নং শর্ত পূরণ সাপেক্ষে দ্বিতীয় বার এম.এস কোর্সে ভর্তি হওয়ার বিষয় বিবেচনা করা যেতে পারে।

• শিক্ষাদান ও গবেষণার সুযােগ সুবিধাদির নিরিখে বিভাগীয় পাঠ্য পর্ষদই সংশ্লিষ্ট বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়টি নির্ধারণ করবেন এবং এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে অগ্রাধিকার প্রদান পূর্বক ছাত্র-ছাত্রী ভর্তির সংখ্যাও নিরূপন করবেন। এ জন্য প্রার্থীরা যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক সে বিভাগে যােগাযােগ পূর্বক আবেদনপত্র জমা দেবে। ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রী।পূর্বে কোন সিমেস্টারে ভর্তিকৃত কি-না, চাকরিরত কি-না ইত্যাদি বিষয় বিভাগীয় পাঠ্য পর্ষদ কর্তৃক যাচাই-বাছাই পূর্বক সুপারিশকৃত প্রার্থীদেরকে ভর্তি করা হবে। ভর্তিচ্ছু প্রার্থীর আবেদনপত্রে সুপারভাইজারের স্বাক্ষর ব্যতীত ভর্তি করা হবে না। তবে, সুপারভাইজারের সম্মতি পত্রের মাধ্যমে বিভাগীয় প্রধান স্বাক্ষর করতে পারবেন।

• পূর্বে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদেরকে নতুন করে এপ্রিল-সেপ্টেম্বর ২০২০ (Summer Semester) সিমেষ্টারে ভর্তি হতে হলে পূর্বে ভর্তিকৃত বিভাগের বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট সুপারভাইজার এবং কো-অর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি মহােদয়ের সুপারিশক্রমে পূর্বের ভর্তি বাতিল করে তবেই ভর্তি হতে হবে।

• সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এই বিশ্ববিদ্যালয়ের ভর্তিযােগ্য আবেদনপত্রসমূহ পাঠ্য পর্ষদের মাধ্যমে সুপারিশসহ ০৪ মার্চ ২০২০ তারিখের মধ্যে কো-অর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি অফিসে পাঠাবেন।

• উল্লেখ্য যে, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এই বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমানসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিযােগ্য ছাত্র-ছাত্রীদের এবং পরিচালক, আইআইএফএস ভর্তিযােগ্য ছাত্র-ছাত্রীদের আবেদনপত্রসমূহ পাঠ্য পর্ষদের মাধ্যমে সুপারিশসহ ২২ মার্চ, ২০২০ তারিখের মধ্যে কো-অর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি অফিসে পাঠাবেন।

• নির্বাচিত ছাত্র-ছাত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমানসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিযােগ্য ছাত্র-ছাত্রীরা নিম্নবর্ণিত তারিখ ও সময়ের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ পূর্বক কার্যাদি সম্পন্ন করে ভর্তি ফিসহ আবেদনপত্র কোষাধ্যক্ষ কার্যালয়ে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

কৃষি বিশ্ববিদ্যালয়ে এম.এস. মাস্টার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি -২০২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির সময়সীমা

• ভেটেরিনারি অনুষদের অন্তর্ভূক্ত বিভাগসমূহঃ ১৫-০৩-২০২০ সকাল ০৯:৩০ হতে বিকাল ৫:০০ টা

• কৃষি অনুষদের অন্তর্ভূক্ত বিভাগসমূহঃ ১৬-০৩-২০২০ সকাল ০৯:৩০ হতে বিকাল ৫:০০ টা

• পশুপালন অনুষদ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভূক্ত বিভাগসমূহঃ ১৮-০৩-২০২০ সকাল ০৯:৩০ হতে বিকাল ৫:০০ টা

• কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদ এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের অন্তর্ভূক্ত বিভাগসমূহঃ ১৯-০৩-২০২০ সকাল ০৯:৩০ হতে বিকাল ৫:০০ টা

• এই বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমান তালিকার ভর্তিযােগ্য প্রার্থী, ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এর ভর্তিযােগ্য প্রার্থী এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আগত ভর্তিযােগ্য প্রার্থীগণঃ ২৫-০৩-২০২০ সকাল ০৯:৩০ হতে বিকাল ৫:০০ টা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাশ ০১ এপ্রিল ২০২০ তারিখ থেকে শুরু হবে। অসম্পূর্ণ, অনিয়মিত এবং অস্পষ্ট আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এপ্রিল-সেপ্টেম্বর ২০২০ (Summer Semester) সিমেষ্টারে মাস্টটার্স ভর্তি বিজ্ঞপ্তি।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group