শিক্ষা নিউজ

বেসরকারি স্কুল ও কলেজ মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়

বেসরকারি স্কুল ও কলেজ মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড় দেয়া হয়েছে। বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২২) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।  শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বেতন-ভাতা তোলার শেষ দিন ১৩ এপ্রিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলাদেশ, ঢাকা থেকে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

রোববার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূএ তথ্য নিশ্চিত করেছে।

এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২.৮২১/৪ তারিখ : ০২-০৪-২০২৩

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

উল্লেখ্য dshe.gov.bdemis.gov.bd ওয়েব সাইটে মার্চ /২০২২ মাসের বেতন ভাতার এমপিও সিট/ভাউচার/টপ সিট আপলােড করা হয়েছে।

স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২০৮০/৪, তারিখ: ০৭/০৪/২০২২

বেতনের স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২০৮০/৪, তারিখ: ০৭/০৪/২০২২

MPO Teachers Salary Sheet 2021 Online

ডিসেম্বর/২০২১ মাসের বেতন ভাতার স্মারক নং এমপিও সিট/ভাউচার/টপ সিট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন –https://dshe.portal.gov.bd/site/page/8c09e774-ac65-47df-862e-27a78b0c112d

বেসরকারি স্কুল ও কলেজ মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলাদেশ, ঢাকা

বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। Emis Online Application & Education Directory 2020 – www.emis.gov.bd.

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের জুন মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বেতন-ভাতা তোলার শেষ দিন আগামী ২০ জুলাই। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

এমপিও শিট দেখতে ক্লিক করুন- https://dshe.portal.gov.bd/site/page/8c09e774-ac65-47df-862e-27a78b0c112d

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ২২ জুলাই পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এডুকেশনস ইন বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারিগরির এমপিও আদেশের স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৯-৫৪৪,৫৪৫,৫৪৬,৫৪৭ তারিখ : ১৫-৭-২০২০

জানা গেছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের www.bteb.gov.bd or www.techedu.gov.bd/ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।

এমপিও সিট / টপ সিট / পেমেন্ট ভাউচার রিপোর্ট
MPO Salary June 2021
Special MPO May 2021 for New/level changed MPO Institutes
MPO Salary May 2021
Special MPO April 2020 (Salary April 2020, Eid Bonus August 2019, Boishakhi Bhata April 2020, Eid Bonus May 2020) for New/level changed MPO Institutes
MPO Eid Bonus May 2021
MPO Salary April 2021
Boishakhi Vata April 2021
MPO Sheet March 2021

MPO Check Release January 2022

MPO Check Release June 2021

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

2 thoughts on “বেসরকারি স্কুল ও কলেজ মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়

Leave a Reply