ভর্তি তথ্য

দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা চলতি সপ্তাহে প্রকাশ

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। কিছু কাজ বাকি থাকায় এই তালিকা এখনো প্রকাশ করতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সূত্র জানায়, দ্বিতীয় দফায় ১১৪ আসনের বিপরীতে এমবিবিএস প্রথম বর্ষের মাইগ্রেশন সম্পন্ন হবে।

 

আর বিডিএসের মাইগ্রেশন হবে ৬৬ আসনের বিপরীতে। গত সোমবার (২৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি তালিকা বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। তালিকা তৈরির পর সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির শনিবার (২৯ জানুয়ারি) জানান, আমরা বুয়েটের কাছে তালিকা পাঠিয়ে দিয়েছি। তারা কাজ শুরু করেছে। কাজ শেষ হলেই তালিকা প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর মেডিকেলের প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা প্রকাশ কর হয়েছিল। ৩৩৪ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হয়েছিল। ওই মাইগ্রেশন ও অপেক্ষামান থেকে ভর্তি শেষ হওয়ার পর নতুন করে শূন্য আসনের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

 

কবে নাগাদ দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবু ইউসুফ ফকির আরও জানান, এটি নির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে চলতি সপ্তাহের মধ্যে এই তালিকা প্রকাশ করা হতে পারে। বিষয়টি নির্ভর করছে বুয়েটের উপর।এর আগে গত ২২ ডিসেম্বর ২০২০-২১ সালের ভর্তি হওয়া মেডিকেল শিক্ষার্থীদের প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষামনা তালিকা প্রকাশ করা হয়। মাইগ্রেশন ও ভর্তি শুরু হয় ২৮ ডিসেম্বর থেকে। চলে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করতে তথ্য সংগ্রহ শুরু করে অধিদপ্তর।

 

প্রসঙ্গত, গত বছরের ২ এপ্রিল সারা দেশে একযোগে ২০২০-২১ সালের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পর ৪ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ছিল ৪ হাজার ৩৫০টি।

The list of second phase migration in government medical colleges of the country may be published this week. The Department of Health Education has not yet released the list due to some work remaining. According to sources, the first year migration of MBBS will be completed against 114 seats in the second phase.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply