ভর্তি তথ্য

ভর্তি পরীক্ষায় ২য় বার শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ রাখার পক্ষে যবিপ্রবির:ভিসি

শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার পক্ষে যবিপ্রবির:ভিসি। ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আপত্তি নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

 

এর আগে গত ১৯ জানুয়ারি ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।অধ্যাপক ড. মো. আনোয়ার আরও বলেন, সংক্ষিপ্ত সিলেবাস এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার যে প্রসঙ্গটি এসেছে সেটি নিয়ে উপাচার্যদের সভায় আলোচনা হতে পারে। উপাচার্য পরিষদ সভা আহবান করলে আমরা সেখানে বিষয়টি নিয়ে আমাদের কথাগুলো বলবো।

 

ওই চিঠি সম্পর্কে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য বলেন, ইউজিসির চিঠি সম্পর্কে আমার জানা নেই। তবে আমাদের বিশ্ববিদ্যালয় সব সময় শিক্ষার্থীদের পক্ষে ছিল এবং থাকবে। আমরা শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার পক্ষেতিনি বলেন, শিক্ষার্থীরা একবার কেন পরীক্ষার সুযোগ পাবে। বরং একটি সময় নির্ধারণ করে দেয়া যেতে পারে। এসএসসি পরীক্ষার পর পাঁচবছর কিংবা এর কাছাকাছি সময় নির্ধারণ করা যেতে পারে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা যতবার খুশি ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পেতে পারে।

এর আগে গত ১৯ জানুয়ারি ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মতামত জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।চিঠিতে বলা হয়েছে, ‘‘শিক্ষামন্ত্রী মহোদয় ইউজিসির সাথে সাম্প্রতিক এক সভায় এইচএসসি ২০২১ পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে ২০২১-২০২২ সালের বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা এবং স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগদান প্রসংগে বিশ্ববিদ্যালয়ের মতামত দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জানার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন৷ এ সংক্রান্ত বিষয়ে আপনার বিশ্ববিদ্যালয়ের মতামত জানানোর অনুরোধ করছি।

Jabiprabir in favor of keeping the students for the second time admission test: VC. Jessore University of Science and Technology (JUST) has no objection to keep the opportunity for the second time in the admission test of 2021-22, said the vice chancellor of the university. Md. Anwar Hossain.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply