ভর্তি তথ্যসকল ভর্তি খবর

একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদনের সিদ্ধান্ত

একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদনের সিদ্ধান্ত। একাদশ শ্রেণিতে পছন্দের কলেজে আবেদন করে ভর্তির জন্য তৃতীয় ধাপেও মনোনীত না হওয়া শিক্ষার্থীদের সুযোগ দিতেই চতুর্থ ধাপের আবেদনের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।তবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে আবেদন কার্যক্রম শুরু হতে পারে বলে সূত্র জানিয়েছে।

 

জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। আবেদন করেও সারাদেশে ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাননি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩০০ জন ভর্তিচ্ছুর মধ্যে ঢাকা বোর্ডে রয়েছেন ৫৪৪ জন।

 

এরই মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনুমোদন মিলেছে। চেয়ারম্যানস কমিটিতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) টিমের সঙ্গে বৈঠকে বসবে বোর্ড। সেখানে আবেদনের সময়সীমা চূড়ান্ত হবে। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি তাদের জন্য চতুর্থ ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেওয়া হবে।

 

তিনি বলেন, চতুর্থ ধাপে অনলাইনে আবেদন ও সফটওয়্যারের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করা হবে। এ পর্যন্ত ৯৫ শতাংশ আবেদনকারী ভর্তি হয়ে গেছে। চতুর্থ ধাপে আবেদনের মাধ্যমে বাকি ৫ শতাংশ শিক্ষার্থীও ভর্তি হতে পারবেন বলে আশা করছি।তিনি আরও বলেন, আজ বিকেলে এ সংক্রান্ত সভা হবে বুয়েটের টেকনিক্যাল টিমের সঙ্গে। এরপরই আবেদনের সময়সীমা জানানো হবে।

 

The decision to apply for the fourth stage of admission to xi. The Inter-Education Coordination Board has decided to apply for the fourth phase to give an opportunity to the students who have not been nominated in the third stage for admission by applying to the preferred college in class XI. However, the application process may start from February 26, sources said.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *