ভর্তি তথ্যশিক্ষা খবর

মেডিকেল ভর্তি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

মেডিকেল ভর্তি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। ২০২১-২২ সালে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো নির্দেশনা আসলে সেটি বিবেচনায় নেয়া হতে পারে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল হাসান বাদল।

 

২০২১-২২ সালের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে। সেভাবেই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে গতকাল বুধবার রাতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ২০২২ সালের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশিত হয়। নীতিমালার ৩.৩ ধারায় বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। করোনার কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হওয়ায় বিষয়টি নিয়ে দ্বিধায় পড়ে যান ভর্তিচ্ছুরা।

 

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, নীতিমালায় কোথাও বলা নেই যে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। লেখা নেই মানে পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা হবে। গতবার এইচএসসি ও সমমান পরীক্ষা হয়নি। তবুও সম্পূর্ণ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা হয়েছে। এবারও আগের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে। সেভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে।

 

সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে কোনো সভা আয়োজন করা হচ্ছে না বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির ও পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব নিশ্চিত করেছেন।

 

তারা জানিয়েছেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সিলেবাসের বিষয়টি মীমাংসিত। পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত। এটিই বহাল থাকবে। শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান এই দুই কর্মকর্তা। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা যায় কিনা তা পুনর্বিবেচনা করতে দুই/একদিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের নেতৃত্বে বৈঠকে বসতে যাচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর প্রচার করা হয়। তবে এই তথ্যের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

তথ্যমতে, গত ১৭ জানুয়ারি ২০২১-২২ সালের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তিতে কয়েকদফায় বৈঠক করে পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যে গত বছরের ২ এপ্রিল সারাদেশে একযোগে ২০২০-২১ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেবার ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার একদিন পর ৪ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন।

 

The medical entrance exam will be conducted in the full syllabus. In 2021-22, it has been decided to take the MBBS and BDS admission test in the full syllabus. This decision is unlikely to change. However, any instructions from the higher levels of the government can actually be taken into consideration. This was stated by the Secretary of the Ministry of Health Education and Family Welfare during a discussion on Tuesday (February 22) afternoon. Saiful Hasan Badal.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply