ভর্তি তথ্যশিক্ষা খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৫ম মেধাতালিকা প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৫ম মেধাতালিকা প্রকাশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএ (সম্মান) প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী ‘বি’ ইউনিটে ও বি১ উপইউনিটে সাধারণে ৫ম পর্যায়ে ও কোটায় ৩ পর্যায়ে বিষয় মনোনয়ন পেয়েছেন তাদেরকে কলা ও মানববিদ্যা অনুষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আগামী ১৩ মার্চের মধ্যে শিক্ষা সহায়ক ফি ও অনুষদ উন্নয়ন ফিসহ মোট ৩ হাজার ৫০০ টাকা জমা দেয়ার জন্য বলা হলো।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সালে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ৫ম মেধাতালিকা (সাধারন আসন) এবং ৫ম পর্যায়ের প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি চবির আইসিটি সেলের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল

 

আজিজ।এতে আরও বলা হয়, একটি খামের উপর ভর্তি পরীক্ষার রোল, প্রাপ্ত নম্বর, মেধাক্রম, ভর্তিচ্ছুকের বিষয়ের নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে। খামের সাথে পরীক্ষার্থীর স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি-এইচএসসির মূল রেজিষ্ট্রেশন কার্ড, মার্কসীটের মূল কপি, সত্যায়িত ৮ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকের বার্ষিক আয়ের সনদ, এনআইডি অথবা জন্মসনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

 

According to the notification of the publication of the 5th merit list of admission in Chittagong University, the students who have been nominated in the first year of BA (Honours) in Chittagong University in the first year of the subject in the ‘B’ unit and in the B1 sub-unit in the 5th stage and in the 5th level in the sub-unit of B1 and in the 3rd stage of the quota have been asked to appear at the faculty office of the Faculty of Arts and Humanities and submit a total of Rs 3,500 along with the education support fee and faculty development fee by March 13.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply