উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস (বিএ) ব্যাচেলর অব সােশ্যাল সায়েন্স (বিএসএস) প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি ২০২৩ ব্যাচ (জানুয়ারি-ডিসেম্বর) এর বিস্তারিত তথ্য দেখুন এখানে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রােগ্রামে ২০২২ ব্যাচে শিক্ষার্থী ভর্তির জন্য Online-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

ডিগ্রী ভর্তির নুন্যতম যােগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

ভর্তির তারিখ ও আবেদনপত্র জমাদান: ১৫ মার্চ, ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

Online-এ আবেদন সম্পন্ন করার ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে Online-এ আবেদনের কপি শিক্ষাগত যােগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট আঞ্চলিক/ উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

অনলাইনে ডিগ্রি ভর্তির আবেদনের সময় যা প্রয়ােজন:

• শিক্ষার্থীর সদ্য তােলা স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের স্ক্যান করা কপি।

• প্রদত্ত হিসাবানুসারে সর্বমােট ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা বিকাশ/ডিবিবিএল-এর মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে।

ফি’র বিবরণ: ভর্তি ফরম ফি ১০০ টাকা; ডিজিটাল/প্লাস্টিক ID Card ফি ২০০ টাকা; রেজিষ্ট্রেশন ফি ২০০ টাকা; প্রতি কোর্স ফি ৭৩৫ টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০ টাকা; একাডেমিক ক্যালেন্ডার ৫০ টাকা; পরীক্ষার ফি ৩০০ টাকা এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০ টাকাসহ সর্বমােট ৩৮৯০ (তিন হাজার আটশত নব্বই) টাকা।

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফি’র শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।

টিউটোরিয়াল ক্লাস শুরু: ০৫ আগস্ট, ২০২৩।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ ব্যাচ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির অনলাইন-এ ভর্তি প্রক্রিয়া

যেকোনো ব্রাউজারের address bar-এ https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করতে হবে। Offered Programs সেকশন এর অধীনে School of Social Science, Humanities and Languages (SSHL)-এ ক্লিক করে BA/BSS প্রােগ্রামের পাশে প্রদর্শিত ভর্তি নির্দেশাবলী (learner’s guide R View details) aaa a apply Now ba aCS হবে। অনলাইন-এ আবেদন ফরমটির General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করতে হবে।

Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তােলা ফটো (300x300pixel, JPG Format) এবং স্ক্যান করা স্বাক্ষর (300x100pixel, JPG Format) আপলােড করে Next বাটন ক্লিক করতে হবে।

Academic Information ধাপে শিক্ষাগত যােগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ শেষে Finish বাটনে ক্লিক করতে হবে। সঠিকভাবে ফরম পূরণ শেষে মােবাইলে SMS এবং প্রদত্ত ইমেইলে Temporary User ID O Password ce a a a e

• Proceed to Payment এ ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway/System সমূহ থেকে যেকোনােটির মাধ্যমে ফি জমা দিতে হবে। সফলভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully!” ম্যাসেজ Screen-এ প্রদর্শিত হবে এবং sms এ প্রদত্ত ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে। অনলাইন ভর্তি সংক্রান্ত আপনার যেকোনাে পরামর্শ/অভিযােগের জন্য OSAPS-এর হেল্পলাইন নম্বরে কল করে অবহিত করতে হবে (হেল্পলাইন সেবা গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, রবিবার থেকে শুক্রবার)।

Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনাে সমস্যা হলে, ১৫ (পনেরাে) কার্যদিবসের মধ্যে OSAPS (Online Service & Payment System)-এর হেল্পলাইন নম্বরে অবহিত করতে হবে। প্রয়ােজনে আইসিটি হেড, আইসিটি ইউনিট, আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টার, বাউবি, গাজীপুর-১৭০৫ বরাবর আবেদন করা যাবে।

Online-এ ভর্তির আবেদন করার ১৫ (পনেরাে) কার্যদিবসের পর কোনাে অভিযােগ গ্রহণযােগ্য হবে না।

Temporary User ID ও Password ব্যবহার করে download PDF বাটনে ক্লিক করলে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যােগ্যতাসহ অন্য সকল সনদের সত্যায়িত ফটোকপি আবেদন করার পরবর্তী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রউপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়ােজনীয় তথ্য ও মূল সনদসমূহ যাচাই-বাছাইপূর্বক ভর্তির জন্য মনােনীত প্রার্থীকে Online-এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

Online-এ ভর্তির প্রক্রিয়া সংক্রান্ত যেকোনাে তথ্যের জন্য (https://osapsnew.bou.ac.bd)-এর Helpline-এ উল্লেখিত মােবাইল নম্বরসমূহে অথবা বাউবি’র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে।

• Online Payment Gateway/System e bKash, DBBL(Rocket) Website: https://osapsnew.bou.ac.bd

যােগাযােগ: ০২-৯৬৭৩৬৬৯, ০২-৯৯৬৬৯১১০৮, ০২-৯৯৬৬৯১১১৩ HELP LINE ০১৬৩৫-৮৩২৮৪৫, ০১৯০৭-৪৫১৬১২

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply