ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্সের ভর্তিতে পাস নম্বর ৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্সের ভর্তিতে পাস নম্বর ৪০। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নামে চালু হচ্ছে সান্ধ্যকোর্স। এখন থেকে কোর্সটি পরিচিত হবে ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম নামে।’ সমালোচনার মুখে প্রায় দুই বছর ভর্তি কার্যক্রম বন্ধ ছিলো এই কোর্সের। সেসময় সান্ধ্যকোর্স থাকবে কিনা সেটি নিয়ে যাচাই-বাছাই করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির সুপারিশের ভিত্তিতে এই কোর্সের জন্য নতুন নীতিমালার অনুমোদন দেয় সিন্ডিকেট।
এ বিষয়ে কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, নতুন নীতিমালার আলোকে পরিচালিত হবে প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম। কোনো বিভাগ প্রোগ্রামটি শুরু করার আগে একাডেমিক কাউন্সিলে অনুমোদন করে নেবেন। যেসব বিভাগ একাধিক প্রোগ্রাম চালু রেখেছে তাদের নতুন করে আবেদন করতে। তারা কোন প্রোগ্রামটি চালু রাখতে চান সেটি একাডেমিক কাউন্সিলে উত্থাপন করতে হবে। একাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তবেই তারা শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে ভর্তিচ্ছুদের। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকা যাবে না, জিপিএ বা সিজিপিএর ক্ষেত্রে ২ দশমিক ৫-এর নিচে থাকতে পারবে না। এসব নতুন নিয়ম মেনে শিক্ষার্থী-ভর্তি করতে হবে। অনুমোদন ছাড়া এ ধরনের প্রোগ্রাম পরিচালনা করা যাবে না।
তবে প্রত্যেক বিভাগ এ ধরনের সর্বোচ্চ একটি কোর্স চালু করতে পারবে। ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম সান্ধ্যকোর্স চালু করা হয়। শিক্ষকদের অতিরিক্ত আয়ের সুযোগ থাকায় অল্প দিনেই সান্ধ্যকোর্স বেশ জনপ্রিয়তা পায়। দুই দশকের কম সময়ে বিশ্ববিদ্যালয়টিতে ৩৫টি বিভাগ ও ইনস্টিটিউটে ৬৯টি সান্ধ্যকোর্স চালু করা হয়।
The pass number in Dhaka university evening course admission is 40. The evening course is being launched in Dhaka University under a new name. From now on, the course will be known as the Professional and Executive Master’s Program. In the face of criticism, the admission process of this course was stopped for almost two years. At that time, the university had formed a high-level committee to examine whether there would be an evening course. Based on the recommendations of the committee, the syndicate approved the new policy for this course.