ভর্তি তথ্য

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ভর্তি 2024 Tamirul Millat Kamil Madrasah Admission

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ভর্তি 2024 Tamirul Millat Kamil Madrasah Admission অফিসিয়াল ওয়েবসাইট এড্রেসঃ https://www.tamirulmillat.com/ “তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট” পরিচালিত তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা একটি যুগশ্রেষ্ঠ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা”।

১৯৬৩ সালের একটি ঐতিহাসিক মূহুর্তে মাদরাসাটির শুভ যাত্রা শুরু হয়। কালের বিবর্তনে মহান আল্লাহ্‌র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। মানসম্মত শিক্ষা ও নববী আদর্শ বিস্তারে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা যখন সফলতার সাথে এগিয়ে চলেছে তখন দেশবাসির দাবী অনুযায়ী টঙ্গীতে আরো একটি বালক ও বালিকা ক্যাম্পাস এবং ঢাকার অদূরে মাতুয়াইলে একটি স্বতন্ত্র মহিলা ক্যাম্পাস করা হয়। বর্তমানে মীরহাজিরবাগ মূল ক্যাম্পাসের সাথে আলাদা বালিকা শাখা চালু করা হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সাল থেকে দুটি বিষয়ে ৪ বছর মেয়াদী ফাযিল সম্মান (অনার্স) কোর্স ও ১ বছর মেয়াদী মাস্টার্স খোলা হয়েছে। যুগের চাহিদার সাথে সংগতি রেখে দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান ও আইসিটি বিভাগ এবং কামিল এম.এ শ্রেণীতে হাদীস, তাফসীর, ফিকহ ও আদব বিভাগ চালু করা হয়েছে।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ভর্তি 2024

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা ভর্তি 2022

ভর্তি ফরম পুরন করার জন্য এখানে https://www.eximusedu.com/online-application/tmkm ক্লিক করুন

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাস টঙ্গী
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফলাফল
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা খরচ
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সিলেবাস, ভর্তির নিয়মাবলী
* শিশু থেকে ৯ম শ্রেণি পর্যন্ত প্রতিবছর জানুয়ারী মাসে ভর্তি করা হয়।
* ৪র্থ শ্রেণি পর্যন্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়।
* ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২৫ শে ডিসেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ
ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়।

  • ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকার মাধ্যমে প্রচার করা হয়। তাছাড়া ভর্তি তথ্য https://www.tamirulmillat.com/ ও মাদ্রাসার ওয়েসাইটে পাওয়া যায়।
  • ৯ম বিজ্ঞান বিভাগের জন্য অতিরিক্ত বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হয়।
  • ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০। তন্মধ্যে লিখিত ৮০ ও মৌখিক ২০।
    পরীক্ষার সময় ১ ঘণ্টা।
    শ্রেণি ভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয়, মানবণ্টন ও পাঠ্যসূচী নি¤েœ দেয়া হলো ঃমানবণ্টন ঃ
    ৫ম – ৯ম শ্রেণি (সাধারণ বিভাগ)
    আরবি- ২০, বাংলা -১৫, গণিত-২০, ইংরেজী-১৫, সাধারণ জ্ঞান-১০,
    মৌখিক -২০
    ৯ম শ্রেণি (বিজ্ঞান বিভাগ)
    আরবি- ১০, বাংলা -১০, গণিত-২০, ইংরেজী-১৫, বিজ্ঞান-২৫, মৌখিক-২০
    পাঠ্যসূচি
    ১. আরবি-পূর্ববর্তী শ্রেণির আরবি ১ম ও ২য় পত্র।
    ২. গণিত ও বিজ্ঞান- পূর্ববর্তী শ্রেণির গণিত ও বিজ্ঞান বই।
    ৩. সাধারণ বিজ্ঞান- পূর্ববর্তী শ্রেণির পাঠ্যবই (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
    ৪. বাংলা
    ৫ম শ্রেণি
    বর্ণ, ভাষা, শব্দ, বচন, লিঙ্গ, ক্রিয়ার কাল, পদ ও বাক্য।
    ৬ষ্ট শ্রেণি
    ভাষা, শব্দ, পদ, বচন, লিঙ্গ, সন্ধি, কারক বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ
    ৭ম শ্রেণি
    ভাষা, ধ্বনিতত্ত¡, শব্দ, পারিভাষিক শব্দ, লিঙ্গ, সমর্থক শব্দ, বাক্য, এক কথায়
    প্রকাশ, বানান ও বিরাম চিহ্ন।
    ৮ম শ্রেণি
    ভাষা, সন্ধি, কারক, শব্দ ও পদ, বাক্য, বিরাম চিহ্ন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ,
    এক কথায় প্রকাশ, বাগধারা।
    ৯ম শ্রেণি
    ভাষা, সন্ধি, শব্দ ও পদ, লিঙ্গ, বাক্য, বানান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ,
    বাগধারা, বিরাম চিহ্ন, এক কথায় প্রকাশ।

Syllabus for admission test
Subject: English
Class- Five: Word meaning & making Sentences on text
book, Parts of Speech, Translation
Class- Six : Word meaning & making Sentences on text
book, Parts of Speech, Translation
Class- Seven: Article, Parts of Speech, Changing Sentence,
Affirmative to Negative, Assertive to
Interrogative, Exclamatory to Assertive,
Translation.
Class- Eight : Article, Parts of Speech, Changing Sentence,
Affirmative to Negative, Assertive to
Interrogative, Exclamatory to Assertive,
Voice, Narration, Translation.
Class- Nine : Article, Parts of Speech, Changing Sentence,
Affirmative to Negative, Assertive to
Interrogative, Exclamatory to Assertive,
Voice, Narration, Translation.

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ভর্তি
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা শাখা

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখা

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply